X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের লড়াই সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে: লিবারম্যান

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৯, ১৯:২১আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৯:৪৯

সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান মন্তব্য করেছেন, তার দেশের লড়াই কেবল ফিলিস্তিন নয়, সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে। সোমবার এক নির্বাচনি প্রচারে বেইতুনু দলের এই শীর্ষনেতা বলেন, দেশের অভ্যন্তরে থাকা আরব জনগণের সঙ্গে সংকট নিরসনের আগ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। 

সোমবার এক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন লিবারম্যান টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সেপ্টেম্বরে আসন্ন নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ইসরায়েলের কিরিয়াত ওনো শহরে এক সমাবেশে বক্তব্য দেন লিবারম্যান। সংবাদমাধ্যমের জন্য ওই সভা নিষিদ্ধ থাকলেও টাইমস অব ইসরায়েলের হিব্রু ভাষার ওয়েবসাইটে নিজের বক্তব্য প্রকাশের অনুমোদন দিয়েছেন লিবারম্যান। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের পৃথক কোনও সংঘাত নেই। যারা সেই সংঘাতের কথা বলছে, হয় তারা ভেবেচিন্তে বিভ্রান্তি ছড়াচ্ছে, নয়তো কী বলছে তা বুঝতে পারছে না।’

আরবের ২২টি দেশ ও বিশ্বের ১৮০ কোটি মুসলিম ধর্মাবলম্বীকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন,‘আমাদের লড়াই পুরো মুসলিম বিশ্বের সঙ্গে, সমগ্র আরব বিশ্বের সঙ্গে’। তার ভাষ্য, ‘এই লড়াই ত্রিমাত্রিক। প্রথমত আরব দেশগুলোর সঙ্গে, দ্বিতীয়ত ফিলিস্তিনিদের সঙ্গে এবং তৃতীয়ত ইসরায়েলি আরবদের সঙ্গে।’

লিবারম্যানের মতে, আরব ইসরায়েলিদের সঙ্গে লড়াইটাই সবচেয়ে কঠিন। সে কারণে যেকোনও পদক্ষেপও হতে হবে ত্রিমাত্রিক। লিবারম্যান বলেন, আলাদা করে ফিলিস্তিনিদের সঙ্গে বা ইসরায়েলের আরবদের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হবে।

উল্লেখ্য, ইসরায়েলি জনসংখ্যার এক-পঞ্চমাংশ আরব জনগোষ্ঠীর। সোমবার আরব আইন প্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) এমন নির্বাচিত প্রতিনিধি ইসরায়েল মেনে নেয়, যাদের অবস্থান শত্রুদের পক্ষে।

/জেজে/ বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন