X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৪ হাজার টাকার বিনিময়ে দেশে ফেরার সুযোগ মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:০২
image

আগামী ১ আগস্ট থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। ৭০০ মালয়েশীয় রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ১৪,৩৬২ টাকা)পরিশোধের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ফেরার সুযোগ পাবে তারা।  মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা পার হওয়ার পরও যারা থেকে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

১৪ হাজার টাকার বিনিময়ে দেশে ফেরার সুযোগ মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের
মালয়েশিয়ার অভিবাসন দফতরের মাধ্যমে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইলিগ্যাল ইমিগ্র্যান্টস প্রোগ্রাম (পিএটিআই) নামক কর্মসূচি বাস্তবায়ন করবে। যেসব বিদেশি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর আওতায় অপরাধী বলে বিবেচিত হবেন, তাদেরকে এ পিএটিআই কর্মসূচির আওতায় শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, সেদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ কর্মসূচি অনুমোদন করেছে এবং এ বছরের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। যেসব বিদেশি এ কর্মসূচিতে যোগ দেবেন তাদের প্রত্যেককে ৭০০ মালয়েশীয় রিঙ্গিত করে পরিশোধ করতে হবে। সাতদিনের মধ্যে নিজ দেশে ফেরার জন্য তাদেরকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র (পাসপোর্ট ও জরুরি ভ্রমণ সনদ), টিকেট নিয়ে যেতে হবে।  

বিবৃতি থেকে জানা গেছে, মালয়েশীয় অভিবাসন দফতর পুরোপুরিভাবে এ কর্মসূচি পরিচালনা করবে। এখানে কোন এজেন্ট বা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকবে না। এ কর্মসূচিকে সফল করার জন্য জন্য ৮০টির বেশি কাউন্টার স্থাপন করবে অভিবাসন দফতর (জেআইএম)।

গত ১২ জুলাই বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে একটি অধিবেশনের আয়োজন করেছিল মালয়েশীয় অভিবাসন দফতর। সেখানে ওই কর্মসূচি নিয়ে ব্রিফিং করা হয়। ১০ জুলাই রয়েল মালয়েশীয় পুলিশ (পিডিআরএম) এর সঙ্গেও একটি ওয়ার্কিং সেশন করেছে অভিবাসন দফতর।

 

/এসও/এফইউ/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি