X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে ফিলিপাইন

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ১৮:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৮:৩৯
image

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফিলিপাইন। চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে আগেই। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ও। এবার এক স্বাস্থ্য প্রতিবেদনে নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশের পাঁচটি এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘোষণার সুপারিশ করা হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্যবিষয়ক কার্যালয়ের প্রধান ড. এরনেল তুমিমবাং-এর সেই প্রতিবেদন এরইমধ্যে গভর্নর ইউজেনিও ল্যাকসনের কাছে জমা দেওয়া হয়েছে।


ফিলিপাইনের একটি হাসপাতালের ছবি

২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফিলিপাইনজুড়ে শনাক্ত হয়েছে ১ লাখেরও বেশি ডেঙ্গু রোগী। গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্তের সংখ্যা ৮৫ শতাংশ বেড়েছে। মিমারোপা, ওয়েস্টার্ন ভিসায়াস, সেন্ট্রাল ভিসায়াস ও নর্দার্ন মিন্দানাও-সহ চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় ২ কোটিরও বেশি মানুষের বসবাস, যা ফিলিপাইনের মোট জনসংখ্যার ২০ শতাংশ। পাশাপাশি আরও ৯টি অঞ্চলের পরিস্থিতিও নজরে রেখেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গত ২০ জুলাই ফিলিপাইনের স্বাস্থ্য দফতরের দেওয়া বিবৃতি অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত সেদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯১ জনের প্রাণহানি হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। গত বছর একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩৬ জনের মৃত্যু হয়েছিলো। এ পরিস্থিতিতে সম্প্রতি ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করে সেদেশের স্বাস্থ্য দফতর।

বিভিন্ন প্রদেশের পাশাপাশি নিগ্রোস অক্সিডেন্টালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে শনাক্ত হয়েছে ৩,৭৪৪ জন  রোগী। এ পরিস্থিতিতে প্রদেশটির কাবানকালান, বাগো, চাওয়াইয়ান, মুর্সিয়া ও চান্দনি এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘোষণার সুপারিশ করেছেন প্রাদেশিক স্বাস্থ্যবিষয়ক কার্যালয়ের প্রধান ড. এরনেল তুমিমবাং। কাবানকালানে ৪৯০ জন, বাগোতে ২৮৫ জন, চাওয়াইয়ানে ২২৮ জন, মুর্সিয়াতে ১৪৭ জন এবং চান্দনিতে ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বাগোতে ১ জন, চাওয়াইয়ানে ২ জন, মুর্সিয়াতে ১ জন ও চান্দনিতে ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গভর্নর ইউজেনিও ল্যাকসন নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে ডেঙ্গুজনিত উচ্চ সতর্কতা ঘোষণা করে নির্বাহী আদেশ নং ১৯-১৯ জারি করেন।  

ফিলিপাইনের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রোগীদের শারীরিক অবস্থাকে বিবেচনায় নিয়ে গ্রুপ এ, বি ও সি এ তিন ভাগে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যেসব রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যেতে সক্ষম তাদেরকে রাখা হয়েছে গ্রুপ ‘এ’-তে। যাদের হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়া দরকার, তাদের রাখা হচ্ছে গ্রুপ বি-তে এবং যাদের আশু জরুরি চিকিৎসা প্রয়োজন তাদেরকে রাখা হয়েছে গ্রুপ সি-তে।

প্রতি তিন-চার বছর পর পর ফিলিপাইনে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটিতে সর্বশেষ প্রাদুর্ভাব দেখা গিয়েছিলো ২০১৬ সালে। সে প্রবণতা অনুযায়ী, এ বছরও আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় সতর্কতা জারির উদ্দেশ্য হলো, রোগ মোকাবিলায় নজরদারি বাড়িয়ে দিতে আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তাদের আহ্বান জানানো, আক্রান্তের ঘটনায় ব্যবস্থাপনা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানো। এছাড়া কমিউনিটি ও স্কুলভিত্তিক স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, নজরদারিমূলক কর্মকাণ্ড এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় রসদ সরবরাহ করাও এ সতর্কতা জারির উদ্দেশ্য।

সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি, সিএনএন

/এফইউ/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা