X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো ভারত ও মিয়ানমার

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ২০:০৭আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:১০
image

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত নতুন একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ভারত ও মিয়ানমার। ভারতে মিয়ানমারের সেনাপ্রধানের সফর চলাকালে সোমবার (২৯ জুলাই) চুক্তিটি স্বাক্ষর করা হয়। এ সমঝোতা স্মারকের লক্ষ্য হলো, প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা ও যৌথ নজরদারির ক্ষেত্রে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক গভীর করা।

মোদির সঙ্গে মিয়ানমারের সেনাপ্রধান
এ বছরের শুরুতে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সমন্বিত সীমান্ত নিরাপত্তা অভিযান চালায় ভারত ও মিয়ানমার। সীমান্তে সহযোগিতা ছাড়াও সম্প্রতি মিয়ানমারে প্রতিরক্ষা সরঞ্জামাদির সরবরাহকারী হিসেবে নিজেদের গুরুত্ব বাড়িয়েছে দিল্লি। এ বছর গ্রীষ্মের শুরুতে ভারত দেশীয়ভাবে উৎপাদিত টর্পেডো মিয়ানমারের নৌবাহিনীর কাছে সরবরাহ করেছে। এগুলোর সর্বমোট মূল্য ছিল তিন কোটি ৭৯ লাখ ডলার। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগত জোরদার হওয়ার মধ্যে গত ২৫ জুলাই থেকে ভারত সফর শুরু করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লায়াং। ২ আগস্ট পর্যন্ত সেখানে থাকবেন তিনি। তার এ সফরের মধ্যেই সোমবার নতুন প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আলোচনা শেষে ভারত ও মিয়ানমার প্রতিরক্ষা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বাণিজ্যের ক্ষেত্রে পূর্ব এশিয়ার প্রতিবেশি দেশগুলোকে প্রাধান্য দিয়ে ভারতে অ্যাক্ট ইস্ট পলিসি নামে যে নীতিমালা বিদ্যমান রয়েছে তাতে মিয়ানমার হলো গুরুত্বপূর্ণ স্তম্ভ।’

ভারতের প্রতিরক্ষা দফতরের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, যৌথ মহড়া এবং মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া নিয়ে পর্যালোচনা, যৌথ নজরদারির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরালো করা ও সক্ষমতা উৎপাদন, চিকিৎসাগত সহযোগিতা, দূষণ মোকাবিলা ওবং নতুন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে এ আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা থাকলেও এ নিয়ে ভারত কখনও সরাসরি নিন্দা জানায়নি। ২০১৮ সালের ডিসেম্বরে মিয়ানমারে ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সফরের সময়ও রোহিঙ্গা নিপীড়ন প্রশ্নে উদ্বেগ জানানো হয়নি।

/এফইউ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী