X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নতুন মডেলের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ০৮:৫৯আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২০:২৫

নতুন মডেলের জোড়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূল অভিমুখে এগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপর দিয়ে ২৫০ কিলোমিটার দূরের জাপান সাগরে অবতরণ করে। এ নিয়ে পিয়ংইয়ং চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে গত ২৫ জুলাই স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

নতুন মডেলের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার ওয়াশিংটন ও সিউলের মধ্যে অনুষ্ঠিতব্য আসন্ন সামরিক মহড়া প্রশ্নে সতর্ক বার্তা উচ্চারণের পর দুই দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটালো দেশটি। অবশ্য বুধবার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি আগের ক্ষেপণাস্ত্রের মতো নয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। তারা বলছেন, পিয়ংইয়ংয়ের আগের ক্ষেপণাস্ত্রগুলোর চাইতে এগুলো ভিন্ন মডেলের। তবে পিয়ংইয়ংয়ের ওপর নজরদারি অব্যাহত রাখছে সিউল।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও সিএনএন-এর কাছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই কর্মকর্তা জানান, এটি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য কোনও হুমকি নয়। কেননা, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি সাগরে অবতরণ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) অবশ্য সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাসের প্রচেষ্টায় সহায়ক হবে না। আমরা পিয়ংইয়ংকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই।

এর আগে গত ২৫ জুলাই স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজদের প্রতি গুরুতর হুঁশিয়ারি হিসেবে আখ্যায়িত করেছিল উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও সতর্ক করে দিয়ে বলেছে, এ ঘটনা ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুর পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন