X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন মডেলের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ০৮:৫৯আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২০:২৫

নতুন মডেলের জোড়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূল অভিমুখে এগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপর দিয়ে ২৫০ কিলোমিটার দূরের জাপান সাগরে অবতরণ করে। এ নিয়ে পিয়ংইয়ং চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে গত ২৫ জুলাই স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

নতুন মডেলের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার ওয়াশিংটন ও সিউলের মধ্যে অনুষ্ঠিতব্য আসন্ন সামরিক মহড়া প্রশ্নে সতর্ক বার্তা উচ্চারণের পর দুই দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটালো দেশটি। অবশ্য বুধবার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি আগের ক্ষেপণাস্ত্রের মতো নয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। তারা বলছেন, পিয়ংইয়ংয়ের আগের ক্ষেপণাস্ত্রগুলোর চাইতে এগুলো ভিন্ন মডেলের। তবে পিয়ংইয়ংয়ের ওপর নজরদারি অব্যাহত রাখছে সিউল।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও সিএনএন-এর কাছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই কর্মকর্তা জানান, এটি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য কোনও হুমকি নয়। কেননা, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি সাগরে অবতরণ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) অবশ্য সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাসের প্রচেষ্টায় সহায়ক হবে না। আমরা পিয়ংইয়ংকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই।

এর আগে গত ২৫ জুলাই স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজদের প্রতি গুরুতর হুঁশিয়ারি হিসেবে আখ্যায়িত করেছিল উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও সতর্ক করে দিয়ে বলেছে, এ ঘটনা ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুর পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!