X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১০:১১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১০:২১

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের এমন মনোভাবের কথা জানান। এ সময় তিনি ব্রাজিলের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো-র সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চান ট্রাম্প
ট্রাম্প বলেন, জেইর বলসোনারো-র সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে অঞ্চলটির দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যকার বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমিয়ে আনা সহজ হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রাজিলের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে উপনীত হতে কাজ করে যাচ্ছি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুক্তির সম্ভাবনা নিয়ে কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে গত বছর (২০১৮ সালে) যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো-র মিল রয়েছে। তারা উভয়েই উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত। ২০১৮ সালের অক্টোবরে জেইর বোলসোনারো ক্ষমতায় আসার পর তাকে অভিনন্দন জানান ট্রাম্প। একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা। তবে ব্রাজিলের বিরোধীদের দাবি, কট্টর-ডানপন্থী সাবেক সেনা কর্মকর্তা বোলসোনারো-র উত্থানে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার দেওয়া ভাষণে বোলসোনারো বলেন, আমরা সমাজতন্ত্র, কমিউনিজম, পপুলিজম এবং বামপন্থী চরমপন্থার সঙ্গে প্রণয় চালিয়ে যেতে পারি না। ওই ভাষণে ব্রাজিলকে পুনরায় একটি ‘মহান রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ব্রাজিলিয়ান ভক্ত।

/এমপি/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা