X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৩৪

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১৪:৪২আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৪:৫৭

আফগানিস্তানের একটি মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ৩৪ জন। আহত হয়েছেন আরও ১৭ জন। বুধবার পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এ বিস্ফোরণ ঘটানো হয়। ফারাহ প্রদেশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আফগানিস্তানে মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৩৪
বিস্ফোরণে নিহতরা সবাই কান্দাহার-হেরাত মহাসড়ক ধরে চলাচলকারী একটি বাসের যাত্রী। এরমধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহতদের মধ্যে তিন ভাগের এক ভাগই শিশু।

এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে পুলিশের পক্ষ থেকে এ বিস্ফোরণের ঘটনায় তালেবানকে দায়ী করা হচ্ছে।

ফারাহ প্রদেশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, সরকারি বাহিনী ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল। মহাসড়কে চলাচলের সময় এটি বিস্ফোরিত হলে বাসটি আক্রান্ত হয়।

এ হামলার একদিন আগে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে ২০১৯ সালের প্রথম ছয় মাসে প্রায় চার হাজার মানুষ হতাহত হয়েছে। ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারি বাহিনী ও ন্যাটো বাহিনীর অভিযান হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে সরকার সমর্থিত বাহিনীর হাতে খুন হয়েছেন ৭১৭ আফগান নাগরিক। একই সময়ে আহত হয়েছেন ৬৮০ জন। হতাহতের এ সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ বেশি।

ছয় মাসে তালেবান ও আইএস-এর হাত নিহত হয়েছে ৫৩১ আফগান নাগরিক। একই সময়ে আহত হয়েছে এক হাজার ৪৩৭ জন। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!