X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাখাইনে ১৬০ কোটি ডলারের রিসোর্ট গড়ে তোলার প্রস্তাব

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ২০:৪২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:৪৬

মিয়ানমারের রাখাইনে ১৬০ কোটি মার্কিন ডলারের উন্নয়ন প্রকল্পের জন্য যৌথভাবে প্রস্তাব করেছে চীনের সাংহাই ব্রাইট ইন্ডাস্ট্রি লিমিটেড ও সিঙ্গাপুরের হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটেড। এই দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ১২ জুলাই সংঘাত কবলিত রাখাইনের রাজধানী শিতে সফর করেন। সেখানে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নিযুক্ত মুখ্যমন্ত্রী ইউ নিই পিউ’র সঙ্গে সাক্ষাৎ করেন। তবে রাজ্য সরকার এ প্রকল্পের বিস্তারিত কোনও তথ্য দেয়নি।

রাখাইনে ১৬০ কোটি ডলারের রিসোর্ট গড়ে তোলার প্রস্তাব

২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় অংশটি বাংলাদেশে পালিয়ে এলেও জাতিসংঘের হিসাবে চার লাখেরও বেশি রোহিঙ্গা এখনও মিয়ানমারে রয়ে গেছে। জাতিসংঘ দেশটিতে রোহিঙ্গাবিরোধী সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটিডের প্রতিষ্ঠাতা চুয়া হাউ পোর বিখ্যাত পেনিনসুলা হোটেল গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারহোল্ডার ছিলেন। যারা একটি বৈশ্বিক হোটেল চেইন পরিচালনা করে এবং বাৎসরিক লাখ লাখ মিলিয়ন ডলার উপার্জন করে।

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক নিবন্ধে দাবি করেছেন, চুয়া হাউ পোরের চীনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে চীনা প্রেসিডেন্টের আস্থাভাজন লি জানশুর গভীর সম্পর্ক রয়েছে।

ইউমা গ্রুপ অব কোম্পানিজ এবং সাংহাই ও হংকং হোটেলের প্রতিনিধিদের মতে, রাখাইন রাজ্যে হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটিডের সঙ্গে প্রস্তাবিত ইয়াঙ্গুনে পেনিনসুলা প্রকল্পের কোনও সম্পর্ক নেই।

রাখাইনে রাজ্য সরকারের প্রাথমিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর, চীন ও মালয়েশিয়ার তিনটি বিশাল বিনিয়োগ প্রকল্প।

ধারণা করা হচ্ছে, এগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির রাজধানী নেপিদোতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

রাখাইনে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর নিয়ে নিজ দেশের সরকারের উপদেষ্টার নিরুৎসাহের কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ছয় আরাকানিকে বিতাড়িত করার জন্য সমালোচিত হয় এ নগর রাষ্ট্র। যার কারণে জাপান ও যুক্তরাষ্ট্রে সিঙ্গাপুরের দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়। বিতাড়িত ছয় আরাকানি ইয়াঙ্গুনে পৌঁছালে তাদের সবাইকে আটক করা হয়।

বৃহস্পতিবার তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কোথা থেকে তাদের আটক হয়েছে বা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা এ সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই। আটককৃতদের মধ্যে আরাকান আর্মির প্রধানের এক ভাইও রয়েছে। তবে এই বন্দিদের ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা