X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় বিরোধী রাজনীতিকদের ওপর ব্যাপক ধরপাকড়

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১৯:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:৩৫

রাশিয়ায় বিরোধী রাজনীতিকদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির পুলিশ। শনিবার একদিনেই অবাধ নির্বাচনের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে খ্যাতনামা অ্যাক্টিভিস্ট, আইনজীবী, বিরোধীদলীয় প্রভাবশালী রাজনীতিকরাও রয়েছেন। রাশিয়ায় বিরোধী রাজনীতিকদের ওপর ব্যাপক ধরপাকড়
অবাধ নির্বাচনের দাবিতে শনিবার মস্কোর রাজপথে জড়ো হন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয় পুলিশ। এর আগেই এ ধরনের বিক্ষোভকে অবৈধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের বাইরে রাখার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়ে গত মাসে গ্রেফতার হন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। ‘অননুমোদিত বিক্ষোভ সমাবেশের’ ডাক দেওয়ার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শুরু হয় বিরোধীদলের সম্ভাব্য প্রার্থীদের বাড়িতে। এসব অভিযানে ধরপাকড়ের শিকার হন অনেক বিরোধী রাজনীতিক।

কর্তৃপক্ষের বিধিনিষেধ সত্ত্বেও সম্প্রতি একাধিক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় সহস্রাধিক বিক্ষোভকারীকে।

এদিকে রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ করেছেন খোদ তার চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। পাতানো স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ আহ্বানের ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনিকে গত রবিবার কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। তবে একদিনের মাথায় সোমবার চিকিৎসকের সম্মতি ছাড়াই তাকে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কারাগারে ত্বক লাল হয়ে উঠা এবং মুখ ফুলে যাওয়ায় নাভালনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার চিকিৎসক জানান, নাভালনি-র অ্যালার্জি নেই, কখনো ছিলও না। তার শরীরে রাসায়নিকের বিষক্রিয়া হয়েছে। নিশ্চয়ই তাকে রাসায়নিক এজেন্ট প্রয়োগ করা হয়েছে।

এ মুহূর্তে নাভালনিকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা দরকার বলে মত দেন চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। তবে তার মতামত উপেক্ষা করেই সোমবার অ্যালেক্সেই নাভালনি-কে ফের হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়। সূত্র: সিএনএন, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা