X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মির সফরে যেতে পারেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৩:২০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৩০

রাজ্য সরকার তীর্থযাত্রীদের কাশ্মির ছাড়ার নির্দেশ দেওয়ার সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে সেখানে সফরে যেতে পারেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের বরাত দিয়ে ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পার্লামেন্ট অধিবেশনের পর তিনি কাশ্মির সফরে যেতে পারেন আর এজন্য উদ্যোগ শুরু হয়েছে। প্রথমে জম্মু ও পরে কাশ্মির উপত্যকায় তিনি সফর করতে পারেন বলে আশা করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ

শুক্রবার কেন্দ্রীয় সরকার হামলার আশঙ্কা জানানোর পর কাশ্মিরের রাজ্য সরকার সেখান থেকে তীর্থযাত্রী ও পর্যটকদের দ্রুত চলে যাওয়ার নির্দেশনা দেয়। এরপরই স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। দোকান, ফার্মেসি আর এটিএম বুথগুলোর সামনে লম্বা লাইন দেখা যায়। বিদেশিসহ পর্যটকরা দ্রুত শ্রীনগর বিমানবন্দরে ভিড় করতে থাকেন। শনিবার জড়ো হওয়া পর্যটকদের অনেকের কাছেই টিকিট না থাকলেও নতুন করে টিকিট সংগ্রহের চেষ্টা করেন তারা। পর্যটকদের নিয়ে হাজার হাজার গাড়ি কাশ্মির ছেড়ে যায়।

কাশ্মিরের রাজনীতিবিদরা আশঙ্কা করতে থাকেন, সরকার হয়তো সংবিধানের ৩৫ (এ) ধারা বাতিল করতে যাচ্ছে। এই ধারার মাধ্যমে কাশ্মিরের জনগণকে চাকরি ও ভূমিতে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। তবে গভর্নর সত্য পাল মালিক তাদের জানিয়ে দেন, ৩৫ (এ) ধারা বাতিলের কোনও পরিকল্পনা নেই। তবে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই বিষয়ে পার্লামেন্টের বিশেষ বিবৃতি দাবি করেন।

শনিবার ভারতের বিরোধী দল কংগ্রের পক্ষ থেকেও ওই নির্দেশনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে। বিবৃতিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জনগণকে ভীত করেছে। পর্যটক, তীর্থযাত্রীদের কখনোই এভাবে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি। কাশ্মির বহিরাগতদের জন্য নিরাপদ নয় বলে সরকার ঘৃণার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি আমরা’।

এর আগে এই সপ্তাহে আধাসামরিক বাহিনীর ১০ হাজার সদস্য কাশ্মিরে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলার কথা বলে এই সেনা সদস্য মোতায়েনের সিদ্ধান্তের কথা জানায় ভারত।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’