X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো বন্দুক হামলা, নিহত ৯

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৫:০১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৬:২৭

টেক্সাসে বন্দুক হামলায় ২০ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে আবারও আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ওহাইয়ো অঙ্গরাজ্যের দায়টোন শহরে এই হামলায় অন্তত নয় জন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রাত একটার দিকে শহরের ওরেগন জেলার একটি বারের বাইরে এই হামলার পর বন্দুকধারীকে হত্যার কথা নিশ্চিত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো বন্দুক হামলা, নিহত ৯

শনিবার টেক্সাসের এল পাসো শহরের ওয়ালমার্ট স্টোরে হামলা চালায় সন্দেহভাজন এক বন্দুকধারী। ওই হামলায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রসিয়াস নামের এক তরুণকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে কালো রংয়ের টিশার্ট পরিহিত ওই তরুণকে অ্যাসল্ট ধরনের রাইফেল হাতে হামলা চালাতে দেখা গেছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার ওহাইয়োতে বন্দুক হামলার ঘটনা ঘটলো। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বন্দুকের শব্দের মধ্যেই মানুষ দৌড়ে পালাচ্ছে। ধারণা করা হচ্ছে নেড পিপারস বারের বাইরে বন্দুক হামলা চালানো হয়েছে। বার কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সব স্টাফ নিরাপদ রয়েছে।

রবিবার ভোরে দায়টোন পুলিশ বিভাগের এক টুইট বার্তায় লেখা হয়, ‘হামলা শুরুর সময়ে কাছাকাছি স্থানে আমাদের কর্মকর্তা ছিলেন আর তারা জবাব দেওয়া শুরু করে শিগগিরই এর অবসান ঘটান’। সহকারী পুলিশ প্রধান ম্যাট কারপার সাংবাদিকদের বলেন, টহলে থাকা পুলিশ কর্মকর্তারা হামলাকারীকে হত্যা করতে সক্ষম হন। তিনি বলেন, এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের কর্মকর্তারা খুবই ভালোভাবে প্রশিক্ষিত। হামলার সময়ে কাছাকাছি পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার ঘটনাকে খুবই সৌভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। 

তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তা ম্যাট কারপার বলেন হামলার উদ্দেশ্য জানার জন্য উদগ্রিব হয়ে আছেন তারা। 

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী