X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওহাইও'র হামলাকারী ছিল বর্ম পরা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৭:১২আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:০৯

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের দায়টোন শহরের হামলাকারী ছিল বর্ম পরা। রবিবার ভোরে চালানো ওই বন্দুক হামলায় অন্তত নয় জন নিহত এবং ১৬ জন আহত হয়। টেক্সাসে বন্দুক হামলায় ২০ জন নিহত হওয়ার ১৩ ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হয়। পরে স্থানীয় সময় রাত একটার দিকে শহরের ওরেগন জেলার একটি বারের বাইরে সন্দেহভাজন হামলাকারীকে হত্যার কথা নিশ্চিত করে পুলিশ। ওহাইও'র হামলাকারী ছিল বর্ম পরা
মন্টগোমেরি কাউন্টি ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র ডেব ডেকার বলেন, ওহাইওর হামলাকারী ছিল বর্ম পরা।

দায়টোনের উপ-পরিচালক ও সহকারী পুলিশ প্রধান লেফটেন্যান্ট কর্নেল ম্যাট কার্পার জানান, হামলাকারীকে নিবৃত্ত করতে গিয়ে কোনও কর্মকর্তা আহত হননি।

স্থানীয় নেড পিপারস বার সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বন্দুকের শব্দের মধ্যেই মানুষ দৌড়ে পালাচ্ছে। বার কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সব স্টাফ নিরাপদ আছেন।

রবিবার ভোরে দায়টোন পুলিশ বিভাগের এক টুইট বার্তায় লেখা হয়, ‘হামলা শুরুর সময়ে কাছাকাছি স্থানে আমাদের কর্মকর্তারা ছিলেন। তারা শিগগিরই এর অবসান ঘটান।’
সহকারী পুলিশ প্রধান ম্যাট কারপার সাংবাদিকদের বলেন, টহলে থাকা পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করতে সমর্থ হয়েছে। এ ধরনের পরিস্থিতির জন্য আমাদের কর্মকর্তারা খুব ভালোভাবে প্রশিক্ষিত। হামলার সময়ে কাছাকাছি পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার ঘটনাকে খুবই সৌভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তা ম্যাট কারপার বলেন, হামলার উদ্দেশ্য উদঘাটনে তারা তৎপর রয়েছেন।

এর আগে শনিবার টেক্সাসের এল পাসো শহরের ওয়ালমার্ট স্টোরে হামলা চালায় সন্দেহভাজন এক বন্দুকধারী। ওই হামলায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রসিয়াস নামের এক তরুণকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে কালো রঙের টি-শার্ট পরা ওই তরুণকে অ্যাসল্ট ধরনের রাইফেল হাতে হামলা চালাতে দেখা গেছে। এর ১৩ ঘণ্টার মাথায় রবিবার ভোরে ওহাইওতে বন্দুক হামলার ঘটনা ঘটে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’