X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মির নিয়ে পাক-ভারত উত্তেজনায় নজর রাখছে চীন

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ২০:৪৯আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২১:৪৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে পাক-ভারত উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। দেশটির সরকার কাশ্মির ইস্যুতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে ভারতকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কাশ্মির নিয়ে পাক-ভারত উত্তেজনায় নজর রাখছে চীন সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। এ ঘটনাকে ‘একতরফা ও অবৈধ’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করা হয়েছে। স্থগিত করা হয়েছে দ্বিপক্ষীয় সব বাণিজ্য চুক্তি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীন সফরে গিয়ে চীনা ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গেও কথা বলেন তিনি। বৈঠকে ওয়াং ই ৩৭০ ধারা বাতিলের কথা উল্লেখ না করেই পাক-ভারত উত্তেজনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি সূত্রকে ভিত্তি করে আমরা পারস্পরিক সহায়তা বাড়াতে পারি। এটা মৌলিক আগ্রহের জায়গা এবং বিশ্ব শান্তিতে আমাদের দীর্ঘমেয়াদি আগ্রহের বিষয়।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, চীন ও ভারত দুটি বড় রাষ্ট্র। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের অনেক দায়িত্ব রয়েছে। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত গঠনমূলক দায়িত্ব পালন করবে।

মোদি সরকার দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটাই কোনও ভারতীয় মন্ত্রীর প্রথম চীন সফর।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি