X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে অচলাবস্থার মধ্যে ভারতে বড় বিনিয়োগ নিয়ে আসছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ০০:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৫:৫০

স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর অবরুদ্ধ অবস্থায় ঈদের দিন কাটিয়েছে ভারত শাসিত কাশ্মিরের বাসিন্দারা। আর এমন দিনেই সৌদি আরবের বড় বিনিয়োগ পাওয়ার কথা জানালো ভারত। ভারতের রিল্যায়ান্স গ্রুপের ‘অয়েল টু কেমিক্যালস’ (ওটিসি) বিভাগের ২০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। সোমবার রিল্যায়ান্স গ্রুপের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, শেয়ার কিনে নিয়ে ভারতে সাড়ে সাত হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি প্রতিষ্ঠানটি। রিল্যায়ান্সের ইতিহাসে এটাকে অন্যতম বড় বিদেশি বিনিয়োগ আখ্যা দেন তিনি। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিল্যায়ান্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানিয়ে আরামকো বলেছে, বিনিয়োগের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কাশ্মিরে অচলাবস্থার মধ্যে ভারতে বড় বিনিয়োগ নিয়ে আসছে সৌদি আরব  গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশুণ্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। নিরাপত্তা চৌকি, নজরদারি আর কারফিউর ঘেরাটোপে বন্দি হয়ে পড়েছে কাশ্মিরিদের ঈদের আনন্দ। প্রতি বছরই ঈদুল আজহার অন্তত এক সপ্তাহ আগে থেকে উৎসবের ঢেউ লেগে যায় উপত্যকায়। দলবেঁধে মানুষ বাজারে যায়; পোশাকসহ বিভিন্ন সাজসরঞ্জাম কেনে। বেকারির দোকানগুলোতে সাজসাজ রব পড়ে যায়। তবে এবারের বাস্তবতা একেবারেই আলাদা।

কাশ্মিরে এমন অবস্থার মধ্যে সোমবার ভারতে সৌদি বিনিয়োগের ঘোষনা দেয় রিল্যায়ান্স গ্রুপ। কোম্পানির চেয়ারম্যান ও ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি বলেন, চুক্তি অনুযায়ী আরামকো রিলায়্যান্সের জামনগর তেল শোধনাগারে প্রতিদিন ৫ লাখ ব্যারেল অশোধিত তেল রফতানি করবে ।  ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পেট্রোলকে রাসায়নিকে পরিণত করার ব্যবসায় রিল্যায়ান্স ৫.৭ লাখ কোটি রুপি লাভ করেছে। সেই ব্যবসা আরও বৃদ্ধি পেতে চলেছে সৌদি অ্যারামকোর বিনিয়োগের কারণে।

আরামকো সৌদি আরবের সরকারি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী সংস্থা।  গোটা বিশ্বেই পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে এই সংস্থা। বিশ্বের তেল উত্তোলনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম লাভজনক সংস্থা এটি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতে বিনিয়োগের জন্য রিল্যায়ান্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষএরর কথা নিশ্চিত করেছেন আরামকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালিদ আল দাব্বাগ। তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান নতুন এই বিনিয়োগের জন্য তৈরি। তবে সেজন্য এর আসল মালিক অর্থাৎ সৌদি সরকারের অনুমতি প্রয়োজন। এখনও এই বিনিয়োগ প্রাথমিক পর্যায়ে রয়েছে।

 

/এমএইচ/জেজে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী