X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোমা হামলার হুমকিতে দিল্লি বিমানবন্দরের কার্যক্রম ৭০ মিনিট বিঘ্নিত

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ০৫:০৭আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৫:৪২

বোমা হামলার হুমকি পাওয়ার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। প্রায় ৭০ মিনিট বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার প্রায় ৭০ মিনিট পর সোমবার রাত ১০টার দিকে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাত আটটা ৪৯ মিনিটে দিল্লি পুলিশ টার্মিনাল ২ এলাকায় বোমা হামলার হুমকি রয়েছে বলে খবর পায়। পরে অবশ্য সেখানে কোনও বোমা পাওয়া যায়নি বলে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের একাংশ

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত ৮ আগস্ট ভারতের ১৯টি বিমানবন্দরকে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরালো করতে সতর্ক করা হয়। স্বাধীনতা দিবসের আগে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই নির্দেশনা দিয়েছিল অ্যাভিয়েশন নিরাপত্তা তদারকি সংস্থা বিসিএএস।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় ভাটিয়া বলেন, সোমবার রাতে বোমা হামলার হুমকি পাওয়ার পর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে সতর্ক করা হয়।  তিনি বলেন, ‘নিবিড়ভাবে টার্মিনাল ২ পরীক্ষা করে দেখা হয়। বিস্তারিত তল্লাশি অভিযান চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফোনদাতাকে চিহ্নিত করা হয়েছে কিন্তু তিনি এই ধরণের কোনও কল করার কথা অস্বীকার করেছেন’। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর এর তদন্ত চলছে বলে জানান তিনি।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রাত দশটার দিকে টার্মিনাল ২ এর কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।

 

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক