X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে গোলাগুলিতে ৫ ভারতীয় ও ৩ পাকিস্তানি সেনা নিহত: পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৯, ২০:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১১:৩৮

কাশ্মির সীমান্তে গোলাগুলিতে ভারতের পাঁচ সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। ইমলামাবাদের একজন সেনা মুখপাত্রের দাবি, বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে কাশ্মির সীমান্তে সে দেশের সেনাবাহিনীর গোলাবর্ষণের জবাব দেয় তারা। সে সময় তাদেরও তিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। অবশ্য কাশ্মিরে নিজেদের সেনা নিহতের খবর অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গোলাগুলির ঘটনায় স্থানীয় দুই বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। কাশ্মির সীমান্তে গোলাগুলিতে ৫ ভারতীয় ও ৩ পাকিস্তানি সেনা নিহত: পাকিস্তান

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পর তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায় দুই দেশ। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করছে পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ বাড়িয়েছে। এর আগে পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ দফতরের টুইট বার্তায় বলা হয়, ‘জম্মু কাশ্মিরের বিপজ্জনক পরিস্থিতি থেকে মনোযোগ সরানোর চেষ্টায় ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ বাড়িয়েছে। তিন পাকিস্তানি সেনা শাহাদাতবরণ করেছে। পাকিস্তান সেনাবাহিনীও কার্যকর জবাব দিয়েছে। ৫ ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে, বহু আহত হয়েছে, বাঙ্কার ক্ষতিগ্রস্থ হয়েছে। থেমে থেমে গোলাবর্ষণ এখনও চলছে’।

পাকিস্তানি সেনা কর্তৃপক্ষের টুইট বার্তার পরে আরেক টুইট বার্তায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ৫ সেনা নিহতের খবর অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে বার্তা সংস্থাটির আরেক টুইট বার্তায় নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, নিয়ন্ত্রণরেখার উরি ও রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানের তিন সেনা সদস্য নিহত হয়েছে।

এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গোলাগুলির ঘটনায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মুজাফফরাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে রয়েছে। তিনি বলেন, এখানকার বেশ কয়েকটি বাড়িঘর ঘুরে দেখেছি, সেখানকার মানুষ আমাদের বলেছেন সারাক্ষণ ভীতির মধ্যে এখানে স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা