X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতীয় শিল্পীদের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১৩:৫৫আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:৫৭

কাশ্মিরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার প্রতিবাদে ভারতীয় শিল্পী উপস্থিত থাকা বিজ্ঞাপন সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া তদারকি কর্তৃপক্ষ। গত ১৪ আগস্ট এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পিইএমআরএ)। ওই নির্দেশনায় জানানো হয়েছে, এর আগে গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুসারে ভারতীয় চ্যানেল ও কন্টেন্ট সম্প্রচারের অনুমতি বাতিল করা হয়েছে। ভারতীয় শিল্পীদের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো পাকিস্তান

গত ৫ আগস্ট (সোমবার) সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মির। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক হ্রাসসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। স্থগিত করা হয়েছে সব বাণিজ্য চুক্তি ও পরিবহন যোগাযোগ।

এবারে কোনও বিজ্ঞাপনে ভারতীয় শিল্পীর উপস্থিতি থাকলে তার সম্প্রচার নিষিদ্ধ করলো পাকিস্তান। পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভারতে উৎপাদিত বিভিন্ন বহুজাতিক পণ্য অথবা ভারতীয় শিল্পী থাকা বিভিন্ন বিজ্ঞাপন সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘এবারে ১৪ আগস্ট স্বাধীনতা দিবস কাশ্মিরিদের প্রতি সংহতি জানিয়ে উদযাপনের কথা ঘোষণা করেছে সরকার। আর ভারতীয় অভিনেতাদের উপস্থিত থাকা বিজ্ঞাপন প্রচার সেই সরকারি নীতির প্রতি অস্বীকৃতি বলে বিবেচনা করা হবে।

ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ডেটল সাবান, সার্ফ এক্সেল পাউডার, প্যান্টিন শ্যাম্পু, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, লাইফবয় শ্যাম্পু, ফগ বডি স্প্রে, সানসিল্ক শ্যাম্পু, নর নুডলস, সুফি, ফেয়ার অ্যান্ড লাভলি ফেসওয়াশ ও সেফগার্ড সাবানের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে কোম্পানিগুলোকে বলা হয়েছে, ভারতীয় শিল্পীদের বাদ দিয়ে এসব পণ্যের বিজ্ঞাপন বানানো হলে তা প্রচার করতে দেওয়া হবে। তবে নির্দেশনা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

/জেজে/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়