X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘কাশ্মিরকে মুক্ত করা’র দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৮:১৮আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৮:২১
image

ভারত শাসিত ‘কাশ্মিরকে মুক্ত করা’র দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ‘কাশ্মির পুড়ছে’, ‘কাশ্মিরকে মুক্ত করো’, ‘মোদি যুদ্ধ নয়, চা বানাও’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে এই কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে বিজেপি সরকার কর্তৃক ৩৭০ অনুচ্ছেদ বাতিলের তীব্র নিন্দা জানান বক্তারা। দক্ষিণ এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটর এসব তথ্য জানিয়েছে।

‘কাশ্মিরকে মুক্ত করা’র দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে শনিবার যুক্তরাজ্যে বিভিন্ন ধারার মানবাধিকার কর্মীরা স্থানীয় সময় দুপুর ১টার দিকে ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

সাউথ এশিয়ান মনিটর জানিয়েছে, ব্রিটিশ সময় বেলা একটায় বিক্ষোভ সমাবেশের কথা থাকলেও তার আগেই শত শত মানুষ ভবনের ডান পাশে জড়ো হয়। সে সময় কাশ্মির কাউন্সিলের অধিকার কর্মীরা ‘ভারতীয় আগ্রাসন’র নিন্দা জানান এবং ‘কাশ্মিরের মুক্তি’ দাবি করেন। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যক শিখ সমর্থকও খালিস্তানের ব্যানার নিয়ে তাদেরকে সমর্থন জানান।

বিক্ষোভ সমাবেশে সাবেক ব্রিটিশ এমপি জর্জ গ্যালোওয়ে বলেন, ‘মোদি পুরো বিশ্বকে একটা যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন – এটা পারমাণবিক যুদ্ধ – এবং সে কারণে এটা পুরো বিশ্বের নিরাপত্তা ও সুরক্ষাকে বিঘ্নিত করবে’।

সাউথ এশিয়ান মনিটর আরও জানিয়েছে, ইংল্যান্ডের অন্যান্য শহর থেকেও বহু বিক্ষোভকারী চার্টার্ড বাসে রাজধানী লন্ডনে হাজির হন। কাশ্মিরি বংশোদ্ভুত ব্রিটিশ পেনশনভোগী আমিন তাহির এ ধরনের একটি বাসে এসেছিলেন বার্মিংহাম থেকে। তিনি বললেন, ‘আমাদের কাশ্মীরী ভাইদের সাথে আমরা একাত্মতা জানাতে চাই’। তিনি বলেন, ‘১৯৪৭ সাল থেকে কাশ্মির ভারত থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করছে। এখন সেখানকার স্বায়ত্বশাসন বাতিল করতে মোদি জোর করে আইন পরিবর্তন করেছেন’।

/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!