X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৫ আগস্টের পর কাশ্মিরে গ্রেফতার অন্তত চার হাজার

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:৫৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ৫ আগস্ট হতে রবিবার (১৮ আগস্ট) পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্টেই ভারত রাজ্যটির স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে গ্রেফতারের সংখ্যা জানা গেছে।

৫ আগস্টের পর কাশ্মিরে গ্রেফতার অন্তত চার হাজার

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা সীমিত রয়েছে। চলাচলেও রয়েছে বিধিনিষেধ। তা সত্ত্বেও ক্ষোভে ফুঁসছে সেখানকার সাধারণ মানুষ।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যাজিস্ট্রেট জানান, জননিরাপত্তা আইনে এই মানুষদের গ্রেফতার ও আটক রাখা হয়েছে।

জননিরাপত্তা আইনে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সদস্য যে কাউকে গ্রেফতার করে কোনও অভিযোগ ছাড়াই দুই বছর আটক বা বিচারের মুখোমুখি করতে পারে। ভারতে আইনটি নিয়ে বিতর্ক রয়েছে।

ওই ম্যাজিস্ট্রেট জানান, গ্রেফতারকৃতদের বেশিরভাগকেই কাশ্মিরের বাইরে নেওয়া হয়েছে। কারণ কারাগারগুলোতে আর কোনও জায়গা নেই।

ভারতীয় ওই কর্মকর্তা জানান, স্যাটেলাইট ফোন ব্যবহারের মাধ্যমে রাজ্যের সহকর্মীদের কাছ থেকে গ্রেফতারের তথ্য পেয়েছেন। কারণ রাজ্যটিতে সবধরনের মোবাইল ইন্টারনেট ও টেলিফোন বিচ্ছিন্ন রয়েছে। তবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিশেষ ব্যবস্থায় স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারছেন।

৫ আগস্টের পর থেকেই ভারত সরকার গ্রেফতারকৃতদের সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যদিও সরকারের দাবি শতাধিক স্থানীয় রাজনীতিক, অ্যাক্টিভিস্ট ও শিক্ষাবিদকে প্রথমদিকে গ্রেফতার করা হয়েছিল।

কর্তৃপক্ষ বলছে, শান্তি বজায় রাখতে কয়েকজনে আটক রাখা হয়েছে। জম্মু-কাশ্মিরের মুখপাত্র রোহিত কানসাল এর আগে বলেছিলেন, পুরো আটককৃতদের কোনও সংখ্যা তার জানা নেই। তবে শ্রীনগরের পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যসহ সরকারি কর্মকর্তা রাজ্যজুড়ে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।

বার্তা সংস্থা এএফপি এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, শ্রীনগরের কয়েকটি জায়গায় প্রায় ৬ হাজার মানুষকে আটকের পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রথমে তাদের শ্রীনগরের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে সামরিক আকাশযানে অন্যত্র নেওয়া হয়েছে।

আরেক নিরাপত্তা কর্মকর্তা জানান, কয়েক হাজার কারাগারে রয়েছেন। কিন্তু কারাগারের বাইরে অন্য স্থানে যারা আছেন তাদের কথা সংশ্লিষ্ট পুলিশ থানায় রেকর্ড করা হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী