X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাত দিনের মধ্যে সাবেক এমপিদের সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ ভারতের

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ০২:১৭আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:০০

ভারতের সব সাবেক আইন প্রণেতাকে (এমপি) সরকারি বাড়ি ছেড়ে দিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পর সোমবার এই নির্দেশ দিয়েছে পার্লামেন্টের আবাসন কমিটি। সাত দিনের সময় দেওয়া হলেও তিন দিন পরেই এসব বাড়ির পানি ও বিদ্যুৎ সুবিধা বন্ধ করে দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিটির চেয়ারম্যান সি আর পাতিল। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। ভারতের পার্লামেন্ট ভবন

নিয়ম অনুযায়ী ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার এক মেয়াদ বিলুপ্ত হয়ে যাওয়ার এক মাসের মধ্যে আইন প্রণেতাদের সরকারি বাড়ি খালি করে দেওয়ার কথা। গত ২৫ মে ১৬তম লোকসভা বিলুপ্ত হয়। সে অনুযায়ী ২৫ জুনের মধ্যে ওই লোকসভার সদস্যদের সরকারি বাড়ি খালি করে দেওয়ার কথা। তবে তারপর আরও দুই মাস পার হতে চললেও অনেকেই সরকারি বাড়ি ছেড়ে যাননি।

এই সমস্যা নিয়ে সোমবার ধারাবাহিক টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘পার্লামেন্টে যখন নতুন একটি মেয়াদ শুরু হয় তখন নবীন আইন প্রণেতারা বহু সমস্যার মুখে পড়েন যতক্ষণ পর্যন্ত আবাসন নিয়ে উদ্বেগ দূর না হয়। এই সমস্যা উত্তরণে উদ্যোগ নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। এমপি হওয়া মানে সংসদীয় আসন থেকে মানুষ আসা আর তাদেরও থাকার জায়গার দরকার পড়ে।’

এর আগে লোকসভার আবাসন কমিটির চেয়ারম্যান সিআর পাতিল সব সাবেক আইন প্রণেতাকে সরকারি বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ পাঠান। বিশেষ করে দিল্লির অভিজাত লুতিয়েন জোনের ঐতিহ্যবাহী বাংলোগুলো খালি করে দেওয়ার নির্দেশ দেন তিনি। বাড়ি খালি করতে সাত দিনের সময় দেওয়া হলেও তিন দিন পরেই এসব বাড়ির পানি ও বিদ্যুৎ সবরবাহ বন্ধ করে দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা