X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরের বাস্তবতাকে ব্রিটিশ শাসনকালের সঙ্গে তুলনা করলেন অমর্ত্য সেন

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ১৬:৩৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২৩:০৭
image

জম্মু-কাশ্মিরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার ও ব্যাপক সামরিক উপস্থিতির কারণ হিসেবে মোদি সরকার প্রাণহানি ঠেকানোর কথা বললেও নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন একে দেখছেন ঔপনিবেশিক যুগের অজুহাত হিসেবে। তিনি মন্তব্য করেছেন, ব্রিটিশরাও তাদের শাসনক্ষমতা টিকিয়ে রাখতে একই ধরনের অজুহাত ব্যবহার করতো। সোমবার (১৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার আশা ছিল, স্বাধীনতার পর ব্রিটিশ যুগের ‘প্রতিরোধমূলক আটক’ বন্ধ হবে।

অমর্ত্য সেন
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঘোষণা করে বিজেপি সরকার। এর মধ্য দিয়ে স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মির। বিলটি ভারতের বেশ কয়েকটি শীর্ষ বিরোধী দল এবং স্বতন্ত্র রাজনৈতিক নেতারও সমর্থন পেয়েছে। এমনকি কংগ্রেস নেতাদের একটি অংশও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন।

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী বিপুল সংখ্যক রাজনীতিককে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্র মোদি সরকার বলছে, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসেবে জম্মু ও কাশ্মিরকে বিশাল নিরাপত্তা চাদরে ঢেকে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের প্রাণহানি ঠেকাতেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্তের সমালোচনা করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন ‘এটি সর্বোত্তম ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ শাসন করেছিল। স্বাধীনতা লাভের পর আমার চূড়ান্ত প্রত্যাশা ছিল, আমরা কখনও প্রতিরোধমূলক আটকের ঔপনিবেশিক ঐতিহ্যে ফিরে যাব না।’

সরকারি সিদ্ধান্তের বিভিন্ন ফাঁকফোকড়গুলোকে সামনে এনে ৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, ‘বিশ্বের গণতান্ত্রিক মানদণ্ড অর্জনের জন্য ভারত এতো কিছু করেছে এবং ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। তারপরও আমি এখন আর ভারতীয় হিসেবে এসব নিয়ে আর গর্বিত নই। কেননা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি।’

এতোদিন কাশ্মির রাজ্যটির নিজস্ব সংবিধান, পতাকা, দণ্ডবিধি ছিল। অন্য রাজ্যের কেউ এসে সেখানে জমি কিনতে পারতো না। তবে ৩৭০ ধারা বাতিল হওয়ায় অন্য রাজ্যের মানুষদের কাশ্মিরে এসে জমি কেনার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে অমর্ত্য সেন বলেন, ‘রাজ্যের(জম্মু ও কাশ্মির) জনগণকে কিছু সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। এটি এমন একটি বিষয় যেক্ষেত্রে কাশ্মিরিদের আইনসঙ্গত দৃষ্টিকোণ রয়েছে, কারণ এটি তাদের জমি।’

জম্মু ও কাশ্মিরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতারের বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘জনগণের নেতাদের কণ্ঠস্বর না শুনে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন বলে আমি মনে করি না। যারা একসময় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ও সরকার গঠন করেছিলেন তারাসহ হাজার হাজার নেতাকে আপনারা যদি দমন করে রাখেন এবং তাদের অনেককে কারাগারে আটকে রাখেন... তাহলে আপনারা গণতন্ত্রের সেই মাধ্যমকে দমন করছেন, যা গণতন্ত্রকে সচল রাখে।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!