X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৯, ০১:৩১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০১:৩৪

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। সূত্র জানিয়েছে, ২০১৬ সাল থেকে অর্থ পাচার মামলা ও জঙ্গিবাদে উসকানির অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করতে চাইছে। কিন্তু গত তিন বছর ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ

খবরে বলা হয়েছে, ইডির পক্ষ থেকে মুম্বাইয়ের একটি আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যাতে করে জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যদি এই পরোয়ানা জারি করা হয় তাহলে ইডির পক্ষ থেকে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আহ্বান জানানো হবে। এর মধ্যদিয়ে উভয় দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হবে।

এর আগে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর অনুরোধে প্রত্যাখ্যান করেছে ইন্টারপোল। জাকির নায়েকের বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল না করায় এই সিদ্ধান্ত নেয় ইন্টারপোল।

জাকির নায়েকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যদি কোনও অগ্রগতি ঘটে তাহলে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, নতুন তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ইডি দ্রুতই রেড নোটিশের জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে। এই বছর মে মাসে জাকির নায়েকের বিরুদ্ধে সরাসরি চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে তার বিরুদ্ধে ১৯৩ কোটি রুপি ও তরুণ মুসলিমদের সন্ত্রাসবাদে উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জুন মাসে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সম্প্রতি জাকির নায়েকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল করা হতে পারে। ইতোমধ্যে মালয়েশিয়ায় যেকোনও ধরনের সমাবেশে বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে তার।

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক