X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাশ্মিরে একদিকে বিক্ষোভের ঘোষণা, অন্যদিকে কারফিউ জারি

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৫:০৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৪১
image

অবরুদ্ধ জম্মু-কাশ্মির উপত্যকায় শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। জুমার নামাজের পর রাজধানী শ্রীনগরে জাতিসংঘ দফতর অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে কাশ্মিরিরা। এর বিপরীতে কয়েক দিনের শিথিলতার পর শুক্রবার (২৩ আগস্ট) বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শহরের বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শ্রীনগরের একটি সড়কে ব্যারিকেপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয় সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। তবে গত কয়েকদিন ধরে কাশ্মির উপত্যকায় কড়াকড়ি শিথিল করতে দেখা যায়। রাস্তাঘাটে বেড়েছিল যানবাহনের উপস্থিতি। সন্ধ্যার দিকে দোকানগুলোও খোলা হচ্ছিলো।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজকে কেন্দ্র করে শুত্রুবার সকাল থেকে আবারও আগের অবস্থায় ফিরে এসেছে কাশ্মির উপত্যকা। এদিন শ্রীনগরে ‘জাতিসংঘে চলো’ (ইউএন চলো) নামক বিক্ষোভ ও সহিংসতা হওয়ার আশঙ্কায় স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে জাতিসংঘ কার্যালয়ের আশেপাশে এসএসবি, সিআরপিএফ ও জেকেপি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, শ্রীনগর শহরের প্রধান প্রধান সড়কে অবস্থিত মসজিদগুলো শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খোলা থাকছে কলোনির ভেতরকার মসজিদগুলো। প্রশাসনিক সূত্রের দাবি, বড় ধরনের জনসমাবেশ ঠেকাতে বিধিনিষেধ আরোপ জরুরি। নাহলে ‘দুর্বত্তরা’ সমস্যা তৈরি করতে এবং সহিংসতা উসকে দিতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও ল্যান্ডফোন যোগাযোগের সুযোগ সীমিত হওয়ার কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শ্রীনগর শহরের কেন্দ্রীয় এলাকা এখনও অস্থিতিশীল আছে। সেখানকার নির্দিষ্ট কিছু এলাকায় পাথর নিক্ষেপের মতো ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহেই শ্রীনগরের দেয়াল ছেয়ে গেছে প্রতিবাদী পোস্টারে। শহরটিতে অবস্থিত ভারত-পাকিস্তান নিয়ে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপের দফতর অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে। ১৯৪৯ সালে কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান প্রথম যুদ্ধের পর এই দফতরটি এখানে স্থাপন করা হয়। এই পর্যবেক্ষক সংস্থাটি দুই দেশের যুদ্ধ ও অস্ত্রবিরতি কার্যক্রম পর্যবেক্ষণ করে।

শুক্রবার ওই দফতর অভিমুখে যাওয়া প্রধান সড়কে অবস্থান নিয়েছে আধাসামরিক বাহিনী অনেক সদস্য। অন্তত দুটি জায়গায় বসানো হয়েছে বাধা। বিক্ষোভের কেন্দ্র হিসেবে শহরের পুরাতন কলোনিতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। একাধিক জায়গায় তারকাঁটা বসিয়ে বন্ধ করা হয়েছে পথ।

বিগত দুই সপ্তাহ ধরে কাশ্মিরের বিভিন্ন জায়গায় শত শত মানুষ একাধিক বিক্ষোভ করেছে। পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেল ও ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত ১৫২ জন। শহরের বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। বছরের অন্যান্য সময় পর্যটকে পরিপূর্ণ ডাল লেকেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশ কিছু জায়গায় পুলিশ টহল এবং কারফিউর ঘোষণা দিচ্ছে। সবাইকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষে জি৭ সম্মেলনের সাইডলাইন বৈঠকে কাশ্মির ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

/এমএইচ/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়