X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ সৌদি আরব, অনাহারের হুমকিতে লাখ লাখ ইয়েমেনি

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৭:৪২আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৫৭
image

মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের লাখ লাখ মানুষ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ গুরুত্বপূর্ণ অনুদানদাতা দেশগুলোর প্রতিশ্রুত অর্থ না পেলে বড় ধরনের মানবিক বিপর্যয়ে পড়তে পারে তারা। বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

হাসপাতালে এক ইয়েমেনি শিশু
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে পালিয়ে যান হাদি। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী-শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইয়েমেন এখন সর্বোচ্চ পর্যায়ের মানবিক বিপর্যয়ে রয়েছে বলে মনে করে জাতিসংঘ। সৌদি নেতৃত্বাধীন অভিযান ও অবরুদ্ধ পরিস্থিতির কারণে মোট জনসংখ্যার ৫৩ শতাংশ ‘তীব্র মাত্রার খাদ্য অনিরাপত্তা’য় ভুগছে।

ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী লিসে গ্রান্ডে বলেন, ‘প্রতিশ্রুত তহবিল পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে আছি। অর্থ না আসলে মানুষকে বাঁচানো যাবে না।’ গ্রান্ডে জানান, মে মাসে ভ্যাকসিন কর্মসূচির বেশিরভাগই বাতিল করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। নতুন করে তহবিল পাওয়া না গেলে আগামী দুই মাসে ইয়েমেনে ২২টি জীবন রক্ষাকারী কর্মসূচি বন্ধ হয়ে যাবে। দুই কোটিরও বেশি ইয়েমেনির জরুরি প্রয়োজন মেটাতে ফেব্রুয়ারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২৬০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর অর্ধেকেরও বেশি তহবিল জোগানোর প্রতিশ্রুতি এসেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। তবে এ পর্যন্ত অর্থ সংগ্রহ হয়েছে অর্ধেকেরও কম।

নিউ ইয়র্কে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এ দুই দেশের প্রত্যেকে ‘ইয়েমেন মানবিক সহায়তাবিষয়ক পরিকল্পনা ২০১৯’ খাতে ৭৫ কোটি ডলার করে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলো। তবে এখন পর্যন্ত এ তহবিলে সৌদি কর্তৃপক্ষ দিয়েছে ১২ কোটি ৭০ লাখ ডলার ও সংযুক্ত আরব আমিরাত দিয়েছে ১৬ কোটি ডলার।

মানবিক সহায়তা কর্মসূচি থমকে গেলে মানবিক বিপর্যয় অনিবার্য বলে সতর্ক করেছেন লিসে গ্রান্ডে। তিনি জানান, আসন্ন সপ্তাহগুলোতে প্রতিশ্রুত তহবিল যদি না পাওয়া যায়, তবে ১ কোটি ২০ লাখ খাদ্য রেশনের পরিমাণ কমে যাবে এবং অন্তত ২৫ লাখ শিশু জরুরি সেবা থেকে বঞ্চিত হবে।  

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা