X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মহাকাশে সংঘটিত ‘প্রথম অপরাধে’র তদন্ত শুরু করছে নাসা

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ২০:২৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২৩:১৮

মহাকাশে সংঘটিত প্রথম অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। একজন নভোচারী মহাশূন্য থেকে পৃথিবীতে তার এক সাবেক জীবনসঙ্গীর ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে এই তদন্ত শুরু করে এই সংস্থা। এটাই হতে পারে মহাশূন্যে প্রথম অপরাধের অভিযোগ। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মহাকাশে সংঘটিত ‘প্রথম অপরাধে’র তদন্ত শুরু করছে নাসা

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইনের সাবেক জীবনসঙ্গী সামার ওর্ডেন মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের কাছে ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে প্রবেশের অভিযোগ করেছেন। এরপর এই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ওই অ্যাকাউন্টে প্রবেশের কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, এর মাধ্যমে কোনও অন্যায় করেননি তিনি।

এই ঘটনার পর মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইন পৃথিবীতে ফিরে এসেছেন। তার আইনজীবীর মাধ্যমে নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি মহাকাশ থেকে সামার ওয়ার্ডেনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখতে চেয়েছেন। সেখানে সংসার এবং তাদের সন্তানের পেছনে খরচের জন্য যথেষ্ট অর্থ আছে কিনা।

তার আইনজীবী রুসটি হার্ডিন বলেন, ‘তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন কোনও অনুচিত কাজ করেছেন। ম্যাক্লেইন সম্পূর্ণরূপে সহযোগিতা করছিলেন।’

অ্যানি ম্যাক্লেইন ও মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ওর্ডেন ২০১৪ সালে বিয়ে করেন। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করেন ওর্ডেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের অভিযোগে তাদের দুজনের সঙ্গে যোগাযোগ করেছে নাসার তদন্ত বিভাগ।

ম্যাক্লেইন মার্কিন সামরিক অ্যাকাডেমি ওয়েস্ট পয়েন্ট থেকে গ্র্যাজুয়েট করেছেন। পরে সেনাবাহিনীর পাইলট হিসেবে তিনি ইরাকে ৮০০ ঘণ্টা যুদ্ধকালীন দায়িত্ব পালন করেন। এরপর তিনি টেস্ট পাইলট হন এবং ২০১৩ সালে তিনি নাসার পাইলট পদের জন্য নির্বাচিত হন। পরে তিনি ছয় মাস আইএসএস-এ অবস্থান করেন।

/এইচকে/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়