X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অ্যামাজনের আগুন নেভাতে নেমেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ১৫:০৪আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৫:২৭

ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলে আগুনের ঘটনায় বিশ্বের মনোযোগের মধ্যে এই বনাঞ্চলের বলিভিয়ার অংশেও আগুন জ্বলছে। ইতোমধ্যে দেশটির ১৮ লাখ একর বা সাত হাজার ২৮৪ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল পুড়ে গেছে। দেশের এমন সংকটে আগুন নেভাতে দমকলকর্মীদের সঙ্গে নেমে পড়েছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস নিজেও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীদের পোশাক গায়ে জড়িয়ে আগুন নেভানোর কাজ করছেন মোরালেস।

অ্যামাজনের আগুন নেভাতে নেমেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট

গত ১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ বনভূমি। এই আগুন প্রতিবেশী বলিভিয়াতেও অ্যামাজন বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে। আইএনপিই জানায়, আগস্টে বলিভিয়ার অ্যামাজনে ১৩ হাজার ৩৯৬টি আগুনের ঘটনা ঘটেছে। আগের মাসের চেয়ে এই সংখ্যা ৪২২ শতাংশ বেশি। 

মঙ্গলবার মাঠে নেমে পড়েন প্রেসিডেন্ট নিজেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৮০০টি ইউনিটকে নিয়োগ করা হয়েছে। আরও ১০০টি দলকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও রয়েছেন। ইভো মোরালেস বলেন, আগামীতে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এতে করে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণে অনেকটা দক্ষ হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্র সহায়তার প্রস্তাব দিয়ে নীরব থাকলেও অ্যামাজন জঙ্গলকে বাঁচাতে সবার আগে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নেয় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। আগুন নিয়ন্ত্রণে সুপারট্যাংকার বোয়িং বিমান ৭৪৭-৪০০ ভাড়া করার ঘোষণা দিয়েছে দেশটি। গত শুক্রবার থেকেই আকাশপথে ওই সুপারট্যাংকার নিয়ে অভিযান শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে যে কোনও পদক্ষেপকে সম্মানের সঙ্গে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, দুনিয়ার ২০ শতাংশ অক্সিজেনের জোগান দেওয়া অ্যামাজনের ভয়াবহ এ আগুন আদতে কোনও দুর্ঘটনা নয়। সেখানে যে আগুন জ্বলছে তার বেশিরভাগই লাগাচ্ছে কাঠুরে ও পশুপালকেরা। গবাদিপশুর চারণভূমি পরিষ্কার করতে এসব আগুন লাগানো হচ্ছে।

 

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
পেরুতে ১৩ খনি শ্রমিক হত্যার সন্দেহভাজন কলম্বিয়ায় আটক
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
গরিবের পোপকে হারিয়ে শোকাহত আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড
তিন আসামিকে খালাস, রায় ‘মেনে নিতে পারছেন না’ শিশুটির মা
তিন আসামিকে খালাস, রায় ‘মেনে নিতে পারছেন না’ শিশুটির মা
১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছেন ট্রাম্প
১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছেন ট্রাম্প
ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ
ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত