X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো হন্ডুরাস ও নাউরু

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ১৯:১৯আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৯:২০

যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালার পর এবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস ও উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার দেশ নাউরু। ইসরায়েলের পররাষ্ট্র দফতর থেকে এই দেশ দুটির স্বীকৃতি পাওয়ার কথা জানানো হয়েছে। শুক্রবার জেরুজালেম সফর করে হন্ডুরাসের দূতাবাস উদ্বোধন করবেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ওরলান্দো হার্নান্দেজ। মঙ্গলবার তিনি এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। আর জাতিসংঘে নিযুক্ত নাউরুর দূতাবাস ইসরায়েলি দূতাবাসকে চিঠি দিয়ে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার কথা নিশ্চিত করেছে। নাউরুর পার্লামেন্ট

ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের বড় অংশ জুড়ে রয়েছে জেরুজালেমের মর্যাদার প্রশ্ন। পুরো জেরুজালেম শহরকে নিজেদের রাজধানী দাবি করে থাকে ইসরায়েল আর ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম দাবি করে থাকে। ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরের বছরের মে মাসে সেখানে সরিয়ে নেওয়া হয় মার্কিন দূতাবাস। পরে গুয়েতেমালা ও প্যারাগুয়ে মার্কিন সিদ্ধান্ত অনুসরণ করে। কিন্তু চার মাস পরই সরকার বদলের পর সিদ্ধান্ত পাল্টে ফেলে প্যারাগুয়ে।

মার্কিন সিদ্ধান্তের জেরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়ে দেয় নিরপেক্ষতা হারানোয় যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আর কোনও  শান্তি আলোচনায় বসবে না তারা। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান ওরলান্দো হার্নান্দেজ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের কাছ থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়ার পর আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপটে তা বিশ্লেষণ ও মূল্যায়ন করে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার প্রেসিডেন্ট হার্নান্দেজ তেল আবিব দূতাবাসের সম্প্রসারিত কার্যালয় হিসেবে জেরুজালেম কার্যালয়ের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী নাউরু জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন জেরুজালেমকে শক্তিশালী করার পাশাপাশি স্বীকৃতি আনা এবং দূতাবাস চালু করা অব্যাহত রাখা হবে।

 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ