যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২১ জন। পুলিশের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পুলিশ জানায়, শনিবার এক কিংবা একাধিক ব্যক্তি টেক্সাসের মিডল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
চলতি মাসেই এটা টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলার হামলা। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতিটি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।
ফেসবুকে পুলিশ কর্তৃপক্ষ জানায়, সন্দেভাজন ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে কোনও বন্দুকধারী সেখানে নেই। পলিশের সংস্থাগুলো এটি তদন্ত করছে।
শনিবার সকালে মিডল্যান্ডের পুলিশ জানায়, ওই বন্দুকধারী ছোটো একটি টয়েটা গাড়িতে করে এসছিল। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিল হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিনতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
ইতোমধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চল সংশ্লিষ্ট মহাসড়কে চলাচল না করার জন্য স্থানীয়দের অনুরোধ করেছে পুলিশ।