X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে পাকিস্তান সেনাবাহিনীকে হস্তক্ষেপের আহ্বান হিজবুল কমান্ডারের

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী না পাঠালে পাকিস্তানি সেনাবাহিনীকে সেখানো পাঠানোর আহ্বান জানিয়েছেন হিজবুল মুজাহিদিন কমান্ডা সৈয়দ সালাউদ্দিন। ভারতবিরোধী সশস্ত্র আন্দোলনে জড়িত পাকিস্তানপন্থী এই সংগঠনের নেতা বলেন, বলেন, ‘প্রথম ইসলামিক পরমাণু শক্তিধর দেশ হওয়ায় এটা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দায়িত্ব। তাদের উচিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সামরিক অভিযান চালিয়ে জনগণকে সহায়তা করা। হিজবুল মুজাহিদিন কমান্ডা সৈয়দ সালাউদ্দিন

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে থাকে। আদর্শগতভাবে সংগঠনটি কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জন্ম নেওয়া সালাউদ্দিনকে ২০১৭ সালে সন্ত্রাসী তালিকাভুক্ত করে ওয়াশিংটন। তিনি কাশ্মিরে ভারতের বিরুদ্ধে লড়াই করা বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জোট প্রধানও।

মুজাফফরবাদে এক জনসভায় সালাউদ্দিন বলেন, ‘এই কঠিন সময়ে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন কোনও কাজে আসবে না। পাকিস্তান সরকারের নেওয়া কঠিন পদক্ষেপের কারণে আমাদের সংগঠন দুর্বল হয়ে গেছে’। তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপগুলো ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলার ক্ষমতা কেড়ে নিয়েছে আমাদের’।

ভারতের বিরুদ্ধে লড়াইয়ে জঙ্গিদের সমর্থন দেওয়ার কথা অস্বীকার করে আসছেন পাকিস্তানি কর্মকর্তারা। তাদের দাবি, তারা এই সময়ে দায়িত্বশীল আচরণ প্রমাণের জন্য কাজ করছেন।

 

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে