X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এনডিটিভিকে সাক্ষাৎকার দেওয়ার পর গৃহবন্দি শ্রীনগরের মেয়র

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

চিকিৎসা শেষে দিল্লি থেকে ফেরার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তুকে আবারও গৃহবন্দি করা হয়েছে। সোমবার ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশ্মিরে চলমান বিধিনিষেধ ও রাজনৈতিক নেতাকর্মীদের বন্দির বিষয়ে বক্তব্য দেন তিনি। মঙ্গলবার দিল্লি থেকে শ্রীনগরে ফেরার পর তাকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ভারতীয় কর্তৃপক্ষ। শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তু

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করে দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মির উপত্যকা। সেখানে কারফিউ জারি ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও অ্যাক্টিভিস্টসহ তিন সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতিকে স্বাভাবিক দাবি করে বলেছে, জম্মু-কাশ্মিরের ৯০ শতাংশ এলাকার বিধিনিষেধ দিনের বেলায় প্রত্যাহার করা হয়েছে।

এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তু। সেখানে মঙ্গলবার ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যেখানে রাস্তায় কোনও মানুষকে দেখা যায় না, সে অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ধারণা ‘খুবই অবাস্তবিক’। জম্মু-কাশ্মিরের পিপলস কনফারেন্স পার্টির (জেকেপিসি) মুখপাত্র মাত্তু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ইস্যুতে সেখানকার মূলধারার নেতাদের গ্রেফতারের বিষয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে মূলধারাকে বাঁচিয়ে রাখতে সন্ত্রাসীদের সহিংসতা ও হুমকি সাহসের সঙ্গে মোকাবিলা করছে আসছে কাশ্মিরের রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা। তবে আজ তারা নির্যাতনের শিকার।’ এই সাক্ষাৎকার প্রচারের পর চিকিৎসা শেষে দিল্লি থেকে শ্রীনগরে ফেরেন মেয়র জুনায়েদ আজিম মাত্তু। পরে তাকে গৃহবন্দি করা হয়। এর আগে শ্রীনগরে তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

শ্রীনগরের মেয়রকে গৃহবন্দি করার আগে কাশ্মিরি সাংবাদিক গওহর গিলানী দাবি করেছিলেন, তাকে বিদেশ ভ্রমণে বাধা দিয়েছে দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষ। মিডিয়া সংগঠনের আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিতে জার্মানিতে যাচ্ছিলেন তিনি। গত মাসে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন তিনি।

 

/এইচকে/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি