X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যাজকের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫
image

মিয়ানমারে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সেনা নিপীড়নের ব্যাপারে অভিযোগ করায় হাকালাম স্যামসন নামে এক যাজকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী। গত জুলাইয়ে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে এই অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যাজকের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘মিনিস্টিরিয়াল টু অ্যাডভ্যান্স রিলিজিয়াস ফ্রিডম’ নামে এক অনুষ্ঠানে যোগ দেন মিয়ানমারের কাচিন ব্যাপিস্ট কনভেনশনের যাজক হাকালাম স্যামসন। গত জুলাইয়ে হোয়াইট হাউজের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মিয়ানমারে সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। এ কারণে দেশটির সেনাবাহিনী হাকালাম স্যামসনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। ওই অনুষ্ঠানে মিয়ানমার ছাড়াও আরও কয়েকটি দেশে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন।

ধর্মীয় নেতার বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর মানহানি মামলার বিষয়টি বিশ্বব্যাপী প্রচারের উদ্দেশে তখন সম্প্রচার করেছিল হোয়াইট হাউজ।

আশা করা হচ্ছে, ৯ সেপ্টেম্বরের মধ্যেই এই মামলা নিয়ে আদালত এগোবে কিনা তার সিদ্ধান্ত নেবে।
মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান যাজক হাকালাম স্যামসন।  তিনি বলেন, ‘সেখানে খ্রিস্টানরা  মিয়ানমান সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্টাগাস বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘বক্তব্য দেওয়ার জন্য সম্মানীয় স্যামসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে মামলা ও গ্রেফতারের সিদ্ধান্ত গভীর সমস্যার সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র সবার বাক ও ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ এবং মৌলিক স্বাধীনতাগুলো ও মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘনের জন্য জবাবদিহিতার জন্যও।’

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যাপক নৃশংসতা এবং এসব ঘটনায় সমালোচনাকারীদের বিরুদ্ধে মানহানি আইন ব্যবহারেরও বিস্তর অভিযোগ রয়েছে।

ওর্টাগাস বলেন, ‘স্যামসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তার মত প্রকাশকে সীমিত করার চেষ্টা করে এবং এতে করে সম্ভবত হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের পক্ষে তার দায়িত্বশীল কাজ ব্যাহত করতে পারে।’

মার্কিন সরকার এই বিবৃতি প্রকাশের কয়েক সপ্তাহ আগেও দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের ওপর বর্ধিত নিষেধাজ্ঞা আরোপ করে। সেখানে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যায় সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। একারণেই দেশটির সেনা প্রধান ও অন্য তিন শীর্ষ কর্মকর্তা এবং তাদের পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে আইনসম্মত অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সেনাবাহিনী। এদিকে সেখানে ‘গণহত্যার উদ্দেশ্যে’ অভিযান পরিচালনা করা হয়েছে দাবি করেছে জাতিসংঘের তদন্ত প্রতিনিধিরা।

 

/এইচকে/এপিএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন