X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আটকে পড়া জাহাজকর্মীদের উদ্ধারের পরিকল্পনা করছে মার্কিন কোস্টগার্ড

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:০১

জর্জিয়া অঙ্গরাজ্যের  ব্রানসউহক বন্দর থেকে রওনা দেওয়ার পর উল্টে যাওয়া জাহাজের চার কর্মীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। রবিবার ভোরে রওনা দেওয়ার পর সমুদ্রে উল্টে যায় গাড়ি পরিবহনকারী জাহাজ গোল্ডেন রে। ওইদিনই জাহাজটি থেকে ২০ জন কর্মীকে উদ্ধার করা হলেও আটকা পড়ে বাকি চারজন। তারা দক্ষিণ কোরিয়ার  নাগরিক বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। আটকে পড়া জাহাজকর্মীদের উদ্ধারের পরিকল্পনা করছে মার্কিন কোস্টগার্ড

সামুদ্রিক পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক ডট কম জানিয়েছে, রবিবার ব্রানসউহক বন্দর থেকে বাল্টিমোরের উদ্দেশে রওনা দেয় গোল্ডেন রে জাহাজটি। ২০১৭ সালে নির্মিত জাহাজটিতে চার হাজারের বেশি গাড়ি ছিল। হুন্দাই গ্লোভিস লজিস্টিকস কোম্পানির মালিকানাধীন জাহাজটি মার্শাল আইল্যান্ডসের পতাকা বহন করে।

মার্কিন কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, জর্জিয়া উপকূলে উল্টে যাওয়া জাহাজটিতে আগুন, ধোঁয়া এবং জাহাজটি অস্থিতিশীল হয়ে যাওয়ায় এর ২০ কর্মীকে উদ্ধার করে   পিছু হটতে বাধ্য হয় তারা। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া কর্মীদের ছয় জন দক্ষিণ কোরীয়, ১৩ জন ফিলিপাইনের এবং জাহাজটির চালক এক মার্কিন নাগরিক রয়েছে। আটকে পড়া বাকি চারজন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলেও জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড কাত হয়ে পড়া জাহাজটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের হেলিকপ্টার। এরপর উদ্ধারকারীরা জাহাজের মূল কাঠামোতে প্রবেশের উপায় ঠিক করার চেষ্টা করছেন।

গোল্ডেন রে জাহাজটির আধা মাইলের অভ্যন্তরে অন্য কোনও জাহাজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই এলাকাকে জরুরি নিরাপত্তা এলাকা ঘোষণা করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

জাহাজটির উল্টে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে তদন্তে সহায়তা করতে দুই তদন্তকারীকে নিয়োগ দিয়েছে তারা।

 

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা