X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে পার্লামেন্ট অধিবেশন বাতিলকে অবৈধ ঘোষণা

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন প্রস্তাবিত পার্লামেন্ট অধিবেশন বাতিল করার বিষয়টি অবৈধ বলে রায় দিয়েছে স্কটল্যান্ডের সর্বোচ্চ আদালত। তিন বিচারক সমন্বিত এক প্যানেল পার্লামেন্ট সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই রায় দেয়।  

যুক্তরাজ্যে পার্লামেন্ট অধিবেশন বাতিলকে অবৈধ ঘোষণা

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি। প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নেরও ইঙ্গিত দেন তিনি। মঙ্গলবার জনসন সরকারের ব্রেক্সিটনীতির বিরোধীরা পার্লামেন্টে একটি প্রস্তাব তোলেন। এই প্রস্তাবে যুক্তরাজ্যের স্বার্থ রক্ষায় চুক্তি চূড়ান্ত করতে ব্রেক্সিট আরও পিছিয়ে দেওয়ার কথা বলা হয়। ওই প্রস্তাব পাশ হলে হেরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বরিস জনসন আগাম নির্বাচনের প্রস্তাব আনার কথা জানান। বন্ধ করে দেন পার্লামেন্ট অধিবেশন।

আদালত জানিয়েছে, পার্লামেন্টকে কোণঠাসা করতেই এই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।  অন্যদিকে এই রায়ে হতাশা প্রকাশ করে ব্রিটিশ সরকার জানিয়েছে তারা লন্ডন সুপ্রিম কোর্টে আপিল করবে।    

ব্রেক্সিট বিরোধী এমপিরা বলেন, ব্রেক্সিটকে সামনে রেখেই পার্লামেন্ট অধিবেশন আটকে দেওয়ার চেষ্টা করেছে সরকার।   সেসময় আদালতও সায় দিয়েছিলো। জানিয়েছিলো, বরিসন জনসন কোনও আইন ভঙ্গ করেননি। তবে স্কটিশ সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে জানালো জনসনের এমন প্রস্তাব অবৈধ। তবে মঙ্গলবার পার্লামেন্টের মূলতবি অবস্থা শুরু হলেও এখনই এই রায় কার্যকর হচ্ছে না।

আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পার্লামেন্টে কোনও অধিবেশন নেই। সেদিন জনসনের পরিকল্পনা নিয়ে বক্তৃতা দেবেন ব্রিটেনের রানী।  

 

/এমএইচ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!