X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জাকিরের বর্ণবাদী মন্তব্য কোনভাবেই মেনে নেওয়া যায় না: মালয়েশীয় উপমুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪
image

বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় মালয়েশিয়ার পেনাং প্রদেশের উপমুখ্যমন্ত্রী পি. রামাসামি এবং বাগান দালামের প্রতিনিধি সাতিন মুনিয়ান্দিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রামাসামিকে প্রায় চার ঘণ্টা আর সাতিসকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে ওই দেশ থেকে জাকির নায়েকের আশ্রয় বাতিলের প্রসঙ্গটি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। এরইমধ্যে দুইবার পুলিশি জেরার মুখেও পড়তে হয়েছে তাকে। একই ঘটনায় মানহানির অভিযোগ এনে গত ১৬ আগস্ট দেশটির এক মন্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জাকির। তার দাবি, ওই পাঁচ জন তার বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে তার ভুল ব্যাখ্যা করেছেন।

জাকির নায়েক

 

জাকির নায়েকের মামলায় অভিযুক্তরা হলেন কেন্দ্রীয় সরকারের জনসম্পদমন্ত্রী কুলাসেগারান, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাশিয়াস, পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পি রামাসামি, বাগান দালামের প্রতিনিধি সাতিস মুনিয়ান্দি এবং ক্লাংয়ের আইন প্রণেতা চার্লস সান্তিয়াগো। পেনাং প্রদেশের উপমুখ্যমন্ত্রী পি. রামাসামি এবং বাগান দালামের প্রতিনিধি সাতিন মুনিয়ান্দিকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসবাদ শেষে সাতিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ তাকে জানিয়েছে পেনাল কোডের ৫০০ ও ৫০৪ ধারায় তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, মালয়েশিয়াকিনিতে প্রকাশিত বিবৃতির সূত্র ধরে জাকির নায়েক তার বিরুদ্ধে মামলা করেছেন।

সাতিস বলেন, 'আমি বিবৃতিতে যা বলেছি এখনও সেই অবস্থানেই রয়েছি। তবে পুলিশকে সর্বাত্মক সহায়তা করবো আমরা।'  

মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যুকে স্পর্শকাতর বিবেচনা করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা চীন ও ভারতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। সম্প্রতি জাকির মন্তব্য করেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছেন। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা মাহাথিরের নয়,ভারতের প্রধানমন্ত্রীর সমর্থক। সেই প্রসঙ্গ টেনে জিজ্ঞাসাবাদ শেষে রামাসামি বলেন, 'মালয়েশীয়দের আনুগত্য নিয়ে প্রশ্ন করার অধিকার জাকির নায়েকের নেই।  সে একজন পলাতক আসামি। এখানে এসে বর্ণবাদী বক্তব্য দেবে সেটা আমরা মেনে নিতে পারি না।'    

রামাসামি জানান, তার বিরুদ্ধে দুটি মামরা হয়েছে। একটি ফ্রি মালয়েশিয়া টুডেতে প্রকাশিত বিবৃতির জন্য ও আরেকটি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাতকারের জন্য। পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলে দাবি করেন তিনি।   

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
লোকসভা নির্বাচনের আগে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা