X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মিরগামী ট্রাক থেকে অস্ত্র-গোলাবারুদসহ তিন ব্যক্তি আটক

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭

অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে আটক করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার ভোরে এই তিন ব্যক্তিকে আটক করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো কাশ্মিরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক তিন ব্যক্তি পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে সন্দেহের কথা জানিয়েছে ভারতীয় পুলিশ কর্মকর্তারা।

কাশ্মিরগামী ট্রাক থেকে অস্ত্র-গোলাবারুদসহ তিন ব্যক্তি আটক

পুলিশ কর্মকর্তা শ্রীধর পাতিল বলেন, বৃহস্পতিবার ভোরে তিন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে চারটি একে-৫৬ অ্যাসল্ট রাইফেল, দুটি একে-৪৭ রাইফেল, ছয়টি ম্যাগজিন এবং ১৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছে বিধিনিষেধ। সড়কগুলোতে গড়ে তোলা হয় কাঁটাতারের বেরিক্যাড। বন্ধ রাখা হয় টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। তবে ৩৯ দিন পর কাশ্মিরের নিষেধাজ্ঞা  তুলে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। তবে কোনও কোনও এলাকায় এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

কাশ্মিরে এই অচলাবস্থার মধ্যে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা শ্রীধর পাতিল জানান, পাঞ্জাব থেকে কাশ্মিরে যাওয়া একটি ট্রাক থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়েছে। কোথা থেকে এসব অস্ত্র সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, আটক তিন ব্যক্তিই কাশ্মিরের বাসিন্দা এবং জইশ-ই মোহাম্মদের সমর্থক। গত ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়ে ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ সদস্যকে হত্যার দায় স্বীকার করে সংগঠনটি।

/জেজে/এএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা