X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকাডুবে নিহত অন্তত ৩০

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৩

ভারতে হিন্দু ধর্মীয় উৎসব গণেশ চতুর্থী উৎসবের প্রতিমা বিসর্জনের সময় পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এরমধ্যে মধ্য প্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া মহারাষ্ট্র প্রদেশে আরও কয়েকটি পৃথক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকাডুবে নিহত অন্তত ৩০

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম দেবতা গণেশের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী উৎসব। সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা পার্বন শেষে অনন্ত চতুদর্শীতে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। বৃহস্পতিবার ভোর রাতে শুরু হওয়া অনন্ত চতুদর্শী চলে শুক্রবার সকাল পর্যন্ত।

স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মধ্য প্রদেশের ভোপালের একটি লেকে গণেশ প্রতিমা বিসর্জনের সময় ২০ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় অন্তত ১২ জন নিহত হন। আর ছয় জনকে উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

মধ্য প্রদেশের মন্ত্রী পিসি শর্মা বলেন, বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়। এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রের ১১টি জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় পৃথক নৌকাডুবির ঘটনায় আরও ১৮ জন নিহত হয়েছেন। অমরাবতী, নাসিক, থানে, সিন্ধুদুর্গ, রত্নাগিরি, ঢুলে, বান্দারা, নান্দিদ, আহমেদনগর, আকোলা ও সাতারা জেলায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরমধ্যে অমরাবতীতে চার জন, রত্নাগিরিতে তিন জন, নাসিক, সিন্ধুদুর্গ ও সাতারা জেলায় দুই জন করে ও বাকি জেলাগুলোর প্রতিটিতে একজন নিহত হয়েছে।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়