X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ কিমের

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গত আগস্টে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানান তিনি। এটি এক মাসের মধ্যে ট্রাম্পকে পাঠানো কিমের দ্বিতীয় চিঠি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ কিমের
উত্তর কোরিয়ার সাম্প্রতিক স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগেই এ চিঠিটি পাঠানো হয়েছিল। গত আগস্টের তৃতীয় সপ্তাহে এটি ট্রাম্পের হাতে পৌঁছায়। এতে কিম লিখেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে আরেকটি বৈঠকে মিলিত হতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় মিশনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এ মাসের গোড়ার দিকে অবশ্য বিষয়টি নিয়ে কথা বলেন উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোই সোন হুই। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ব্যাপারে নিজ দেশের আগ্রহের কথা জানান তিনি।

চোই সোন হুই বলেন, দুই পক্ষের সম্মতিতে সেপ্টেম্বরের শেষে যে কোনও সময়ে ও স্থানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসতে আগ্রহী পিয়ংইয়ং। তবে আলোচনায় যুক্তরাষ্ট্র পূর্ববর্তী মনোভাব না বদলালে চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যাবে।

ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও সেই আলোচনা শুরু হয়নি।

উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়াশিংটনের নতুন মনোভাব প্রয়োজন। অন্যথায় আলোচনা ভেস্তে যাবে। তার ভাষায়, 'আমি বিশ্বাস করতে চাই দুই পক্ষের স্বার্থ রক্ষা করবে এবং আমাদের কাছে গ্রহণযোগ্য হবে এমন গাণিতিক পদ্ধতির ভিত্তিতে বিকল্প কিছু নিয়ে অগ্রসর হবে যুক্তরাষ্ট্র। সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়