X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১১
image

গাজার পশ্চিম তীরের কালানদিয়া চেকপয়েন্টে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে গুলিবিদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনি ওই নারীকে প্রকাশ্যে গুলি করে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, স্বল্প দূরত্ব থেকে ওই নারীকে প্রকাশ্যে গুলি করছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাস্তার এক পাশে পড়ে ছিল ওই নারী। জেরুজালেম হাসপাতালে নেওয়ার পূর্বে ‘দীর্ঘ সময় ধরে’ তার রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফিলিস্তিনি নারী ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল। এক টুইটবার্তায় একই কথা বলেছেন দেশটির পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড। তিনি বলেন, গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কালানদিয়ায় এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি।

এর আগে গত মাসে বেশ কয়েক জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তার আগে মে মাসের প্রথম সপ্তাহে টানা তিনদিনের আগ্রাসনে গাজা উপত্যকায় কয়েক শ’ অবস্থানে ইসরায়েলের বিমান হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়। এক পর্যায়ে মিসরীয় মধ্যস্থতাকারীর উদ্যোগে অস্ত্রবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল।

টানা এক যুগের ইসরায়েলি অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্মূক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের দাবিতে গত বছর থেকে সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত সেখানকার বেসামরিক অঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ বহুদিন থেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে ইসরায়েলের গুলি চালানোর নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তা সত্ত্বেও ইসরায়েলি নৃশংসতা থামেনি।

/এইচকে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না