X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে কাশ্মির পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন মহাসচিব

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আলোচনা করতে পারেন মহাসচিব অ্যান্থতিও গুতেরেস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

জাতিসংঘে কাশ্মির পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন মহাসচিব

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছিল বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। ৩৯ দিন পর কারফিউ তুলে নিলেও থমথমে পরিস্থিতি যায়নি কাশ্মিরের।

দুজারিক বলেন, কাশ্মিরের চলমান সংকটে সংলাপই একমাত্র সমাধান মনে করেন মহাসচিব। একইসঙ্গে প্রত্যেক ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করার প্রতিও তাগিদ দেন তিনি। মুখপাত্র বলেন, ‘কাশ্মির নিয়ে এর আগেও নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন মহাসচিব। এবার সাধারণ অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে চাইছেন তিনি। 

বুধবার গুতেরেজে নিজেই কাশ্মির সংকট সমাধানে ভারত-পাকিস্তান সংলাপের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন সংকট সমাধানে এটিই অপরিহার্য। পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই এই অঞ্চলে মানবাধিকার অবশ্যই সমুন্নত রাখতে হবে। এবং ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে নিতে হবে।     

দিল্লির ওই পদক্ষেপের পর এর প্রতিবাদে জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। পরে চীন নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানালে তা অনুষ্ঠিত হয়। তবে সেখানে আনুষ্ঠানিক বিবৃতি অস্বীকৃতি জানায় পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। পরে তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানায়।

/এমএইচ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া