X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ৩০ কৃষক হত্যায় ড্রোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে একটি হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।  বুধবার রাতে পাইন নাটের খামারে চালানো ওই হামলায় ৩০ জন কৃষক নিহত ও অপর ৪০ জন আহত হয়। এই হামলার জন্য পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে দায়ী করা হচ্ছিল। আফগানিস্তানে ৩০ কৃষক হত্যায় ড্রোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি

বৃহস্পতিবার সকালে আফগান কর্মকর্তারা জানান, আগের রাতে নাঙ্গাহার প্রদেশের ওয়াজির টাঙ্গি এলাকায় আইএস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে গেলে ভুল করে তা একটি কৃষি খামারে চালানো হয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগান বাহিনী এই হামলা চালায় বলে স্বীকার করে তারা। নাঙ্গাহারের প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর এক মুখপাত্র জানান, আইএস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোন্নি লেজ্জেত বলেন, যেসব মানুষদের লক্ষ্যবস্তু বানানো হয় তাদের মধ্যে আইএস সদস্য রয়েছে বলে প্রাথমিক নির্দেশনা ছিল।  ঘটনা অনুসন্ধানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ওয়াজির টাঙ্গি এলাকার বয়স্ক উপজাতি ব্যক্তি মালিক রাহাত গুল বলেন, মূলত দিনমজুরেরা ওই খামারে কাজ করত। সারাদিনের কাজ শেষে বিশ্রামের জন্য তাঁবুর কাছে জড়ো হলে এই বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, কর্মীরা তাঁবুর পাশে আগুন জ্বালিয়ে এক সঙ্গে বসেছিল আর তখনই ড্রোন হামলা চালানো হয়।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে সশস্ত্র গোষ্ঠীটি। গত কয়েক বছরে তালেবানের পাশাপাশি মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আইএসও আফগানিস্তানে সক্রিয় রয়েছে বলে দেখা যাচ্ছে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কয়েক মাস ধরে আলোচনার পর সম্প্রতি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা জানায় আফগানিস্তানের শসস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে চলতি মাসে ওই আলোচনাকে মৃত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবান সতর্ক করে দিয়ে বলেছে ,আফগান সরকার ও বিদেশি বাহিনীর ওপর হামলা তীব্র করে আগামী ২৮ সেপ্টেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখা হবে। গত কয়েক দিনে বেশ বড় ধরনের কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তালেবান।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ