X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেনা নির্যাতনের শিকার কাশ্মিরি কিশোরের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০
image

সেনাবাহিনীর নির্যাতনের শিকার হওয়ার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছে কাশ্মিরের এক কিশোর। জোবায়ের আহমেদ ভাট নামের ওই কিশোর বিষপান করেছিল। তার পরিবার ও স্বজনদের দাবি, মৃত্যুর আগে সে আত্মহত্যার কারণ হিসেবে নির্যাতিত হওয়ার কথা বলে গেছে। স্থানীয়রাও সেনাবাহিনীর হাতে তাকে নিপীড়িত হতে দেখেছেন। তবে জোবায়েরকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনারা।   সেনা নির্যাতনের শিকার কাশ্মিরি কিশোরের আত্মহত্যা

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে ঘিরে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। অভিযোগ উঠেছে, এরপর থেকেই সেখানে সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বেসামরিক মানুষের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী। নির্যাতনের শিকার হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এসব স্বীকার করছে না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১৫ বছর বয়সী দশম শ্রেণির শিক্ষার্থী জোবায়ের পুলওয়ামার চন্দগাম গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে বাড়িতে ফিরে বিষ পান করে সে। তাকে শ্রী মহারাজা হরিসিং হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সে মারা যায়। পরিবারের অভিযোগ, তাকে পার্শ্ববর্তী তাহাব গ্রামের একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ভারতীয় সেনা সদস্যদের হাতে অকথ্য নির্যাতনের শিকার হয় ওই ছেলে। বাড়িতে ফিরে আসার কয়েক ঘণ্টা পরই বিষপান করে সে। সেনাবাহিনীর দাবি, এ ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। ওই কিশোরকে আটক বা মারধর করা হয়নি। তবে গ্রামবাসীও বলছে, তাকে সেনারা তুলে নিয়ে গিয়েছিল।

গ্রামবাসী জানিয়েছে, জোবায়েরকে তুলে নেওয়ার আগের দিন তাদের এলাকায় গ্রেনেড হামলা হয়। সেই উত্তেজনার মধ্যেই স্থানীয় কিছু ছেলে সেনা সদস্যদের আইডি কার্ড কেড়ে নেয়। সেই ঘটনার জেরে তাকে প্রচণ্ড মারধর করা হয়। জোবায়েরের বাবা জানান, বাড়িতে ফিরে সে তার বোনকে সেনা সদস্যদের হাতে নিগৃহীত হওয়ার কথা জানিয়েছিল। এ নিয়ে সারাদিন হতাশাগ্রস্ত ছিল সে।

জোবায়েরের চাচাতো ভাই দাবি করেন, সে যে  সেনা সদস্যদের নির্যাতনের কারণে বিষ খেয়েছে, সে কথা আমাকে জানিয়েছিল। এমনকি বিষপানের পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়  ও যেতে চাইছিল না। তার কথায়, কাশ্মিরে অত্যাচার চলছে।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা