X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লক্ষাধিক পর্যটককে দেশে ফিরিয়ে আনছে থমাস কুক

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪

দেশের বাইরে থাকা দেড় লাখ পর্যটককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সদ্য দেউলিয়া ঘোষণা করা ঐতিহ্যবাদী ব্রিটিশ ভ্রমণ সংস্থা থমাস কুক। পর্যটকদের ফিরিয়ে আনার এই প্রক্রিয়া সমন্বয় করছে যুক্তরাজ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ম্যাটারহর্ন’।

লক্ষাধিক পর্যটককে দেশে ফিরিয়ে আনছে থমাস কুক

১৮৪১ সালে যাত্রা শুরু এই সংস্থাটির। কম খরচে ট্রেনে পর্যটকদের ব্রিটেনের বিভিন্ন শহর ঘুরিয়ে দেখানো দিয়ে শুরু হয়েছিল থমাস কুকের ‘অভিযান’। এর পর, উনিশ শতকের মধ্যেই ইউরোপ ও বিশ্ব ভ্রমণও শুরু করে তারা। গত ১৭৮ বছর ধরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল থমাস কুকের ভ্রমণ ব্যবসা। পর্যটকদের জন্য ‘সার্কুলার নোট’ চালু করেছিল সংস্থাটি, যা পরে ‘ট্রাভেলার্স চেক’ নামে পরিচিত হয়। কম খরচে মধ্যবিত্তের বিশ্ব দেখার শখ মেটানো, এই ছিল সংস্থাটির মূলমন্ত্র। তবে সোমবার নিজেদের দেউলিয়া ঘোষণা করে সংস্থাটি। হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে দেশের বাইরে থাকা দেড় লাখ পর্যটক। তাদের সবারই ভ্রমণ প্যাকেজ বাতিল করা হয়। তবে জানানো হয়, তাদের বিনামূল্যে ফিরিয়ে আনা হবে।

বিশ্বের বিভিন্ন জায়গায় আটকে থাকা কয়েক লাখ পর্যটকদের ফিরিয়ে আনার জন্য সরকার ও ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশ কয়েকটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে। আটকে থাকা পর্যটকদের ঘরে ফেরানোর জন্য৷ এর জন্য কোনও টাকা লাগবে না৷

প্রায় দেড় লাখ পর্যটকদের ইতোমধ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিষয়টি সমন্বয় করছে।  থমাস কুক জানায়, বিশ্বের বিভিন্ন দেশে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ব্রিটেন ফেরানোর ব্যবস্থা করছে সরকার৷ পর্যটকদের একেবারে বাড়ির শহরে পৌঁছতে না-পারলেও, যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে৷

জরুরি এই অপারেশনের কোডনাম দেয়া হয়েছে ‘অপারেশন ম্যাটারহর্ন’। উদ্দেশ্য, থমাস কুকের মাধ্যমে যেসব ব্রিটিশ নাগরিক অবকাশে দেশের বাইরে গিয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা। রবিবার ফাঁকা বিমান এ উদ্দেশে আকাশে উড়েছে। এসব বিমান সোমবারই পর্যটকদের দেশের ফিরিয়ে আনবে।

 

/এমএইচ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি