X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সরকার গঠনে নেতানিয়াহুর সঙ্গে বিরোধী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১

ইসরায়েলের সাধারণ নির্বাচনে  সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই।  গত ১৭ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে ৩৩টি আসন নিয়ে বেনি গান্টজের ব্ল এন্ড হোয়াইট অ্যালায়েন্স বৃহত্তম দলে পরিণত হয়েছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির আসন তিনটি কমে ৩১টিতে দাঁড়িয়েছে।  ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জোট সরকার গঠনের উদ্যোগেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জোট প্রক্রিয়ায় প্রথমে দুই আসন এগিয়ে গেলেও এখন আবার শরীক দলের বের হয়ে যাওয়াতে নেতানিয়াহুর থেকে খানিকটা পিছিয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী গান্টজ। ফলে সরকার গঠন নিয়ে আবার ধোঁয়াশা তৈরি হয়েছে।

সরকার গঠনে নেতানিয়াহুর সঙ্গে  বিরোধী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠন করতে অন্তত ৬১ আসন পাওয়ার বাধ্যবাধকতা থাকায় কোনো দলই এককভাবে সরকার গঠন করার অবস্থায় নেই। ইসরায়েলের নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর রবিবার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছে প্রেসিডেন্ট।   এ পরিস্থিতিতে নেতানিয়াহু ও গান্টজ, দুইজনই সরকার পরিচালনার মতো জোট গঠনের উদ্যোগে উভয়কে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন। এমন বাস্তবতায় ১৩টি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকা আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট জানায়, তারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চায়। এমন বাস্তবতায় জোট গঠনে সমর্থকদের সঙ্গে নিয়ে গান্তজের জোটের আসন সংখ্যা দাঁড়ায় ৫৭তে। সে সময় পর্যন্ত নেতানিয়াহু নিজ দলের বাইরের সমর্থনসহ ৫৫ আসন নিশ্চিত করতে সমর্থ হন।

পরে আরব জোটের একটি দল গান্টজকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। বালাড নামের ওই দলের আসন সংখ্যা ৩। সেই ৩ আসন কমে এখন গান্টজের হাতে রয়েছে ৫৪ আসন। জোট সরকার গঠনের প্রক্রিয়ায় নেতানিয়াহুর থেকে এখন একটি আসন পিছিয়ে রয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছর এটি ইসরায়েলের দ্বিতীয় সাধারণ নির্বাচন। এর আগে এপ্রিলে প্রথম নির্বাচনের পর জোট গঠনের আলোচনা ব্যর্থ হয়। পার্লামেন্ট ভেঙে দিয়ে আবারও নির্বাচনের পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা। নতুন নির্বাচনের পরও পরিস্থিতি খুব একটা হেরফের না হওয়ায় আরেকটি অচলাবস্থার মুখে ব্ল এন্ড হোয়াইট অ্যালায়েন্স ও লিকুদ পার্টিকে জোট গড়ার মাধ্যমে সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন। তিনি জানিয়েছেন, চলতি বছরের মধ্যে ইসরায়েলে তৃতীয় সাধারণ নির্বাচন এড়াতে তার পক্ষে যতটুকু করা সম্ভব সবটাই করবেন।

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!