X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রণ রেখায় ৫০০ জঙ্গিকে সক্রিয় করেছে পাকিস্তান: বিপিন রাওয়াত

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১
image

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেছেন, বালাকোটে আবারও জঙ্গিঘাঁটিগুলোকে সক্রিয় করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ জঙ্গি প্রস্তুত রয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। সোমবার সেনাসূত্রকে উদ্ধৃত করে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। নিয়ন্ত্রণ রেখায় ৫০০ জঙ্গিকে সক্রিয় করেছে পাকিস্তান: বিপিন রাওয়াত

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে ঘিরে পাকিস্তান-ভারতের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে নিয়ন্ত্রণরেখায় বেশ কয়েকবার গোলাগুলিতে দুই দেশের কয়েকজন সেনাও নিহত হয়। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এনডিটিভিকে দেওয়া ভারতীয় সেনা সূত্র দাবি করেছে, 'নিয়ন্ত্রণরেখা সংক্রান্ত এলাকায় প্রায় ৫০০ জঙ্গি সক্রিয় রয়েছে। গত তিন বছরের থেকে এই সংখ্যাটা দ্বিগুণ। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্ট করছে। তবে তাদের সর্বস্তরে, যেকোনও দূরত্বে, যেকোনও জায়গায় জবাব দিতে প্রস্তুত সেনাবাহিনী।'

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ভারতীয় আধাসামরিক বাহিনীর বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহম্মদ ওই হামলার দায় স্বীকার করে। হামলার জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।

সোমবার সকালে সেনাপ্রধান বিপিন দাবি করেন, পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিশোধ নিতে বালাকোটে বিমান হামলার পর, সেখানকার জঙ্গি ঘাঁটিগুলোকে ‘আবারও সক্রিয়’ করে তুলেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা এলাকায় সক্রিয় ঘাঁটিগুলোর জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

সোমবার সকালে চেন্নাইয়ে কথা বলার সময়, বালাকোটের জঙ্গি ঘাঁটি ‘আবারও সক্রিয়’ হওয়ায় জবাব, ২৬ ফেব্রুয়ারি বিমান হামলার মতো হবে কিনা জানতে চাইলে বিপিন রাওয়াত বলেন, ‘আপনারা একই জিনিসের পুনরাবৃত্তি কেন আশা করেন, আমরা আগে অন্য কিছু করেছিলাম, যখন আমরা বালাকোটে হামলা চালাই, কেন আমরা তার পুনরাবৃত্তি করব?  কেন কী করা উচিত, তা ভেবে অন্য কিছু চিন্তা করব না? কেন আগে থেকেই বলতে যাব, আমরা কী করতে যাচ্ছি?’

দিল্লির সেনা সূত্রের দাবি, বালাকোটের জঙ্গিঘাঁটি পুনরায় সক্রিয় হয়ে ওঠার খবর চার দিন আগে পাওয়া গেছে। কয়েকদিন পরেই ভারতে দুর্গা পূজা। উৎসব মৌসুম ঘিরে বড় ধরনের সন্ত্রাসী হুমকি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি থাকতে বলা হয়েছে।

গোয়েন্দা সংস্থার ধারণা, গত দুই মাসে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে প্রায় ৬০ জঙ্গি। সেনা সূত্র জানিয়েছে, ‘শ্রীনগরের ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। কেবল প্রতিরক্ষার জন্য নয়, উপযুক্ত প্রত্যুত্তর দেওয়া জন্য পরিকল্পনা প্রস্তুত রয়েছে।’

 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন