X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমিরাত, নাইজেরিয়া, মিসর ও ইন্দোনেশিয়ার কয়েক শ ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৬

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি পেজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের বিভ্রান্ত করার লক্ষ্যে এগুলো সমন্বিত অসদাচারণ করছিল বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফেসবুক মোট ৪৪৩টি ফেসবুক অ্যাকাউন্ট, ২০০টি পেজ ও ৭৬টি গ্রুপ সরিয়ে নেওয়া ছাড়াও ১২৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়ার কথা জানিয়েছে। আমিরাত, নাইজেরিয়া, মিসর ও ইন্দোনেশিয়ার কয়েক শ ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

ফেসবুক জানিয়েছে, এসব অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ বিভ্রান্তিকর পোস্ট ও খবর ছড়াতে তিনটি পৃথক এবং সমন্বিত অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি পরিচালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও নাইজেরিয়া থেকে। আর অপর দুটি পরিচালিত হয়েছে ইন্দোনেশিয়া ও মিসর থেকে।

এক সময়কার প্রতিদ্বন্দ্বি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখন কিনে নেওয়া ফেসবুক বলছে, এসব অ্যাকাউন্ট ইয়েমেনে আরব আমিরাতের কার্যক্রম, ইরানের পারমাণবিক চুক্তি ও কাতার, তুরস্ক ও ইরানের সমালোচনার মতো বিভিন্ন কন্টেন্ট ছড়ানোর সঙ্গে সম্পৃক্ত ছিল। ফেসবুক ও ইন্সটাগ্রামের এসব অ্যাকাউন্টের প্রায় ৭৫ লাখ ফলোয়ার ছিল।

ফেসবুক আরও জানায়, তাদের আচরণের ওপর ভিত্তি করে এসব অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে। যেসব কন্টেন্ট তারা ছড়িয়েছে তা নিয়ে ফেসবুকের আপত্তি নেই বলেও জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিটি ক্ষেত্রে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা একে অপরের সঙ্গে সমন্বয় করে এবং ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ভুলভাবে উপস্থাপন করেছে’।

এর আগে এই বছর ফেসবুক ইরাক, ইউক্রেন, চীন, রাশিয়া, সৌদি আরব, ইরান, থাইল্যান্ড, হন্ডুরাস ও ইসরায়েলের বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল করে। অনলাইনে নিপীড়ন ও ভুয়া তথ্য প্রচার ঠেকানোর উদ্যোগের অংশ হিসেবে ফেসবুক এসব পদক্ষেপ নিয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি