X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু আলোচনায় ব্যর্থতা অস্বীকার যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৯:২২

উত্তর কোরিয়া পরমাণু আলোচনা ব্যর্থ হয়েছে দাবি করলেও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। শনিবার সুইডেনের স্টকহোমে সাড়ে আট ঘণ্টার আলোচনাটি ব্যর্থ হয় জানায় উত্তর কোরিয়া। এরপরই ওয়াশিংটন দাবি করলো, দুই পক্ষের মধ্যে ‘ভাল আলোচনা’ হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যে সুইডেন দুই পক্ষের মধ্যে আরও আলোচনার উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু আলোচনায় ব্যর্থতা অস্বীকার যুক্তরাষ্ট্রের

শনিবার সুইডেনের স্টকহোমে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাক্ষাতের পর এটাই প্রথম আনুষ্ঠানিক আলোচনা।

বৈঠককে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরামণু অস্ত্রমুক্ত হতে কিছু একটা করতে চায় পিয়ংইয়ং। তবে কিছুক্ষণ পর উত্তর কোরীয় কর্মকর্তারা জানান, আর আলোচনা হবে না। দেশটির পরমাণু বিষয়ক সর্বোচ্চ দূত কিম মিয়ং গিল বলেন, ‘সংলাপে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরনো ধ্যানধারণার কোনও পরিবর্তন হয়নি। দেশটিকে অবশ্যই এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারার তাদের প্রতিশ্রুতি পূরণ না করায় আমাদের হতাশ করেছে।’

এর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টেগাস বলেন, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) প্রতিনিধিদের  মন্তব্য আজকের সাড়ে ৮ ঘণ্টার আলোচনার বিষয়বস্তু কিংবা উদ্যমের প্রতিফলন ঘটায়নি। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র সৃজনশীল কিছু পরিকল্পনা নিয়ে এসেছিল এবং এগুলো নিয়ে ডিপিআরকে’র প্রতিনিধিদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে।’

সম্প্রতি সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির কর্মকর্তারা জানান, সমুদ্রসীমাকে বাইরের হুমকি থেকে সুরক্ষা ও আত্মপ্রতিরক্ষার সক্ষমতা জানান দিতে এই পরীক্ষা চালিয়েছে তারা। ৩০ সেপ্টেম্বের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার ব্যাপারে ঘোষণা দেওয়ার পরই পরীক্ষা চালায় তারা।

ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব ধরনের পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও সেই আলোচনা শুরু হয়নি।

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান
সিন্ধু চুক্তি স্থগিতের পর কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্প শুরু ভারতের
সর্বশেষ খবর
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের চার সদস্য গ্রেফতার
রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের চার সদস্য গ্রেফতার
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ