X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৭:৪৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২৩:১১
image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে কাশ্মির সংকট ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি কাশ্মির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনও পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করবে তার সরকার। কাশ্মির ইস্যুতে সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানায় ইসলামাবাদ। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয় বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। সেখানে উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা দেশটির ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ —ভারতের পক্ষ থেকে এমন দাবি করা হলেও পাকিস্তান বলছে, সেখানে কাশ্মিরিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

এই ইস্যুতে সব সময় ইসলামাবাদকে সমর্থন দিয়ে আসছে চীন। শুক্রবার (১১ অক্টোবর) ভারতের চেন্নাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের ভারত ও নেপাল সফরকে সামনে রেখে সম্প্রতি বেইজিং সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।

পাকিস্তানের রাষ্ট্রীয় বেতার মাধ্যম জানিয়েছে, বুধবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ইমরান খানের সঙ্গে পার্লামেন্টের সিনিয়র সদস্য ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। চীন সফর নিয়ে এক বিবৃতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে জানানো হয়, পাকিস্তানের দুঃসময়ে অর্থনৈতিক সহায়তা এবং কাশ্মির সংকটে তাদের সমর্থন দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি ও তার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে চীনের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি কাশ্মির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনও পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করবে তার সরকার। এ সময় কাশ্মির সংকটকে শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দেন তিনি।

গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চীন-পাকিস্তানের সম্পর্কের বিষয়ে আলোচনা করায় ওই বৈঠকে ইসলামাবাদের প্রশংসা করেন শি জিনপিং। তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে একে অন্যের সহযোগিতাসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে চীন ও পাকিস্তান।’

/এইচকে/জেজে/এমওএফ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের