X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইউরোপে লাখ লাখ শরণার্থী ঠেলে দেওয়ার হুমকি এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১৯:২৬আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:২৮

সিরিয়ার সীমান্ত এলাকায় তুরস্কের সামরিক অভিযানকে ইউরোপীয় দেশগুলো আগ্রাসন আখ্যা দিলে তাদের দিকে লাখ লাখ শরণার্থী ঠেলে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। নিজ দল একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এই হুমকি দিয়েছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান

গত সোমবার (৭ অক্টোবর) সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। সে সময় দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। মধ্যপ্রাচ্যে আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুর্দিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় তুরস্কের অভিযান শুরুর আগে সেখান থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের জেরে তুমুল সমালোচনার মুখে পড়ে অভিযানের বিষয়ে তুরস্ককে সতর্ক করে দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাশাপাশি তুরস্কের এই অভিযানের সমালোচনা করেছে ইউরোপের কয়েকটি দেশও।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের বিরুদ্ধে তুরস্কের এই সামরিক অভিযানের সমালোচনা করে বুধবার বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ওই বিবৃতিতে বলা হয়, তথাকথিত সেফ জোন প্রতিষ্ঠার কথা বলে তুরস্ক ওই এলাকার দখল নিতে চাইছে। বিবৃতিতে বলা হয়, সিরীয় শরণার্থীদের জোর করে সরিয়ে নেওয়ার চেষ্টা ইউএনএইচসিআর-এর ঘোষিত শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ডকে অনুসরণ করবে না। বিবৃতিতে বলা হয়, জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তনের যেকোনও চেষ্টা গ্রহণযোগ্য হবে না।

ইইউ-এর বিবৃতির পর সিরিয়া যুদ্ধের কারণে তুরস্কে আশ্রয় নেওয়া প্রায় ৩৬ লাখ শরণার্থীর প্রসঙ্গ সামনে আনেন তুর্কি প্রেসিডেন্ট। বৃহস্পতিবার দলীয় আইনপ্রণেতাদের সামনে ইউরোপের উদ্দেশে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা দরোজা খুলে দেবো আর তোমাদের দিকে ৩৬ লাখ শরণার্থী পাঠিয়ে দেবো।

 

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া