X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আল কায়েদার শীর্ষ বোমা প্রস্তুতকারীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ০২:১৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০২:২১
image

আল কায়েদার শীর্ষ বোমা প্রস্তুতকারী ইব্রাহিম হাসান আল আসিরিকে দুই বছর আগে ইয়েমেনে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ইব্রাহিম বিভিন্ন স্থানে বিমান হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো।

আল কায়েদার শীর্ষ বোমা প্রস্তুতকারীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় সন্দেহভাজন আল কায়েদার হামলায় প্রাণ হারায় ৩ হাজার মানুষ। এই হামলার জেরে ওই সশস্ত্র গোষ্ঠীর তৎকালীন শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তুলে দেশটিতে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনীর হামলায় নিহত হয় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। যুক্তরাষ্ট্রে ওই সন্ত্রাসী হামলার পর থেকে তালেবানদের বিভিন্ন নেতা ও সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র বাহিনী।

ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিশ্চিত যে, ২০১৭ সালে আল কায়েদার প্রভাবশালী সদস্য ও শীর্ষ বোমা প্রস্তুতকারী আল-আসিরিকে হত্যা করা হয়েছে। ওই সশস্ত্র গোষ্ঠীর ঘনিষ্ঠ ও উপজাতিদের উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা এপি’র ২০১৮ সালের এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মেহরিবে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল-আসিরি ও তার কয়েক সহযোগী নিহত হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই হত্যার বিষয় নিশ্চিত করে হোয়াইট হাউজ। তবে ওই অভিযানের বিস্তারিত তথ্য বা কেন এতো পরে নিশ্চিত করা হলো তার কোনও ব্যাখ্যা দেয়নি তারা।

২০০৯ সালে আল কায়েদা আরাবিয়ান পেনিন্সুলা (একিউএপি) গঠনের পরে আল-কায়েদার ইয়েমেনি ও সৌদি শাখাগুলোর একীভূত হওয়ার পরে  বোমা প্রস্তুতকারী হয়ে ওঠে আল-আসিরি। সে রিয়াদে রসায়নে লেখাপড়া করেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজের বিবৃতিতেও ওই গোষ্ঠীটির দ্বারা পরিচালিত বেশ কয়েকটি ব্যর্থ হামলায় আল-অসিরির ভূমিকা নিশ্চিত করা হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!