X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সোমবার সচল হবে কাশ্মিরের মোবাইল ফোন

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৩:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৪:০০

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে সচল করে দেওয়া হচ্ছে কাশ্মিরের সব পোস্টপেইড মোবাইল সংযোগ। গত আগস্টের শুরুতে কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার সময়ে নানা বিধিনিষেধের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় সেখানকার সব ধরনের মোবাইল সংযোগ। শনিবার কাশ্মিরের মুখ্যসচিব রোহিত কানসাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সোমবার দুপুর থেকে সব অপারেটরের পোস্টপেইড সংযোগ চালু করে দেওয়া হবে। সোমবার সচল হবে কাশ্মিরের মোবাইল ফোন

৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে কাশ্মিরে আগস্টের শুরু থেকেই সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত সেনা সদস্য। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন,মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। দুই মাস পার হলেও কাশ্মিরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে ভারত সরকার।

কাশ্মিরের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া হলেও মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত মাসে সরকার ল্যান্ডলাইন সংযোগ সচল করে দেয়। তবে কাশ্মিরের খুব অল্প কিছু বাড়িতে এখনও এই সংযোগ ব্যবহার করা হয়। এবারে মোবাইল সংযোগ চালুর কথা বলা হলেও তা শুধু পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

শনিবার সংবাদ সম্মেলনে কাশ্মিরের মুখ্যসচিব রোহিত কানসাল বলেন, ১৪ অক্টোবর সোমবার দুপুর থেকে সব অপারেটরের মোবাইল সংযোগ-সুনির্দিষ্ট করে বললে পোস্টপেইড মোবাইল সংযোগ চালু করা হবে। রাজ্য জুড়ে, কাশ্মিরের ১০টি জেলাতেই এর বাস্তবায়ন হবে।

কাশ্মিরের ওপর বিধিনিষেধ আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। গত মাসে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘সব কাশ্মিরির ওপর প্রভাব না ফেলে জঙ্গিদের মধ্যকার যোগাযোগ বন্ধ করা সম্ভব ছিলো না। এক হাতে জঙ্গিদের যোগাযোগ বন্ধ করবো আর অন্যদের জন্য ইন্টারনেট সচল রাখবো কিভাবে? জানতে পারলে আনন্দ পাবো।’

/জেজে/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা